• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

পাক মন্ত্রীর ‘রাহুল অন ফায়ার’ -এর জবাবে রাহুলকে পাকিস্তানি অনুচর কটাক্ষ মোদির

দিল্লি, ২ মে– রাহুল গান্ধির প্রশংসা করে বিজেপির হাতে বড় অস্ত্র তুলে দিল পাকিস্তান৷ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসেইন একটি পোস্টে লিখেছেন, ‘রাহুল অন ফায়ার’৷ যা নিয়ে বিজেপি কাল থেকেই কংগ্রেসকে মুসলিম প্রিয় ও পাকিস্তানের বন্ধুভাজন বলে কাঠগড়ায় তুলেছে৷ তা নিয়েই বৃহস্পতিবার গুজরাতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাহুলকে নিশানা করলেন৷ পাক মন্ত্রীর রাহুল

দিল্লি, ২ মে– রাহুল গান্ধির প্রশংসা করে বিজেপির হাতে বড় অস্ত্র তুলে দিল পাকিস্তান৷ পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসেইন একটি পোস্টে লিখেছেন, ‘রাহুল অন ফায়ার’৷ যা নিয়ে বিজেপি কাল থেকেই কংগ্রেসকে মুসলিম প্রিয় ও পাকিস্তানের বন্ধুভাজন বলে কাঠগড়ায় তুলেছে৷ তা নিয়েই বৃহস্পতিবার গুজরাতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাহুলকে নিশানা করলেন৷

পাক মন্ত্রীর রাহুল গান্ধির প্রশংসা করায় রাহুলকে একেবারে পাকিস্তানের অনুচর শিরোনামে ভূষিত করে ফেলল গেরুয়া শিবির৷ বৃহস্পতিবার গুজরাতে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একমাত্র অস্ত্র হিসেবে বেছে নিলেন সূদুর পাকিস্তানে রাহুলের প্রশংসা৷ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, পাকিস্তান কংগ্রেসের শাহজাদাকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাছতে চায়৷ এ থেকে প্রমাণিত কংগ্রেস পার্টি হল পাকিস্তানের প্রধান অনুচর৷ মোদি আরও বলেন, কংগ্রেস এখানে মরতে বসেছে৷ আর পাকিস্তান ওখানে কেঁদে ভাসাচ্ছে৷ আসলে পাকিস্তান ভালোভাবেই জানে ভারতকে দূর্বল করতে কংগ্রেসের থেকে ভালো দল আর দ্বিতীয়টি নেই৷ পাকিস্তান চাইছে ২০১৪ সালের আগের অবস্থায় দেশ ফিরে যাক৷ যাতে মুম্বই জঙ্গি হামলার মতো ঘটনা সহজেই ঘটানো সম্ভব হয়৷

নিজের রাজ্যের দাঁড়িয়ে থেকে মোদি কংগ্রেসকে চ্যালেঞ্জ করে বলেন, যে যে রাজ্যে কংগ্রেস এবং তার শরিক দলগুলি ক্ষমতায় আছে সেখানে পিছনের দরজা দিয়ে মুসলিমদের সংরক্ষণ চালু হবে না, এটা লিখিত প্রতিশ্রুতি দিক তারা৷ মোদির অভিযোগ, আমরা লাভ জেহাদের কথা শুনেছি৷ জমি জেহাদের কথাও জানি৷ কিন্ত্ত এখন ইন্ডিয়া জোট দেশে ভোট জেহাদের ডাক দিয়েছে৷ মুসলিমদের কাছে তারা আর্জি জানাচ্ছে যাতে তারা একত্রিত হয়ে ভোট জেহাদে যোগ দেয়৷ প্রধানমন্ত্রী যখন নিজের জন্মভিটের রাজ্যে ভোটপ্রচার করছেন, তখন এদিনই গুজরাতে আম আদমির প্রচারে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পত্নী সুনীতা কেজরিওয়াল৷ ভারুচ ও ভাবনগরে দুটি রোডশো করবেন সুনীতা৷ এদিকে, আমেঠি ও রায়বেরলির প্রার্থী ঘোষণার দিন কর্ণাটকে প্রচারে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷