• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্বেচ্ছায় ক্ষণখেলাপিদের বিরুদ্ধে লুক এলওসি নিয়ে রায় খতিয়ে দেখছে কেন্দ্র

দিল্লি, ৩০ এপ্রিল– ‘ভারতের আর্থিক স্বার্থ’ রক্ষার কারণ দেখিয়ে ২০১৮-এ এক সরকারি নির্দেশ মারফত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির চেয়ারম্যান, এগ্জিকিউটিভ ডিরেক্টর সিইওদের ঋণখেলাপিদের বিরুদ্ধে এলওসি জারি করতে উদ্যোগী হওয়ার অধিকার দেয় কেন্দ্র৷ ওই নির্দেশ এবং এলওসিগুলি বাতিলের আর্জি নিয়ে একগুচ্ছ মামলা দায়ের হয় আদালতে৷ স্বেচ্ছায় ঋণখেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি লুক আউট সার্কুলার (এলওসি) জারির

দিল্লি, ৩০ এপ্রিল– ‘ভারতের আর্থিক স্বার্থ’ রক্ষার কারণ দেখিয়ে ২০১৮-এ এক সরকারি নির্দেশ মারফত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির চেয়ারম্যান, এগ্জিকিউটিভ ডিরেক্টর সিইওদের ঋণখেলাপিদের বিরুদ্ধে এলওসি জারি করতে উদ্যোগী হওয়ার অধিকার দেয় কেন্দ্র৷ ওই নির্দেশ এবং এলওসিগুলি বাতিলের আর্জি নিয়ে একগুচ্ছ মামলা দায়ের হয় আদালতে৷ স্বেচ্ছায় ঋণখেলাপিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি লুক আউট সার্কুলার (এলওসি) জারির আবেদন করতে পারবে বলে নির্দেশ দিয়েছিল কেন্দ্র৷ এ সপ্তাহেই যা খারিজ করে দিয়েছে বম্বে হাই কোর্ট৷ সূত্রের খবর, অর্থ মন্ত্রক ২৬ এপ্রিলের রায়ের কথা জানে৷ বর্তমানে সেই রায় খতিয়ে দেখার কাজ চলছে৷ তার পরেই এ নিয়ে সিদ্ধান্ত নেবে তারা৷
এই সমস্ত মামলা এক করেই শুনানি হয়েছিল বম্বে হাইকোর্টে৷ যেখানে কেন্দ্রের ওই নির্দেশকে অসাংবিধানিক আখ্যা দেয় বিচারপতি গৌতম পটেল এবং মাধব জামদারের ডিভিশন বেঞ্চ৷ নির্দেশটির পাশাপাশি ঋণখেলাপি ও তাঁদের জামিনদারদের (গ্যারান্টর) বিরুদ্ধে জারি করা এলওসিগুলিকেও খারিজ করা হয়৷
আদালত বলেছে, ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের পরামর্শক্রমে ঋণখেলাপির বিরুদ্ধে এলওসি জারি করার জন্য আইন নেই৷ তবু সেটা করা হলে, তা হবে ব্যক্তি স্বাধীনতার মৌলিক অধিকারের বিরোধী৷