• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

২ বছরে মাইলস্টোল ছুঁল কলকাতা মেট্রোর অ্যাপ

কলকাতা, ৩০ এপ্রিল– ডিজিটাল হচ্ছে ভারত৷ আর্থিক লেনদেন থেকে শুরু করে ছোটখাটো কেনাকাটা এখন সবেতেই অনলাইন দেওয়া-নেওয়ার চল বেড়েছে৷ ব্যাঙ্ক হোক বা যেকোনও কেনাকাটা, সব ক্ষেত্রেই অধিকাংশ মানুষই এখন অনলাইন লেনদেন করেন৷ মেট্রো বা ট্রেনের টিকিটের ক্ষেত্রেও দেখা গেছে সেই একই পরিবর্তন৷ আর সেই কারণেই মাত্র ২ বছরে প্রায় ৫ লক্ষের কাছে পৌঁছল মেট্রো রাইড

কলকাতা, ৩০ এপ্রিল– ডিজিটাল হচ্ছে ভারত৷ আর্থিক লেনদেন থেকে শুরু করে ছোটখাটো কেনাকাটা এখন সবেতেই অনলাইন দেওয়া-নেওয়ার চল বেড়েছে৷ ব্যাঙ্ক হোক বা যেকোনও কেনাকাটা, সব ক্ষেত্রেই অধিকাংশ মানুষই এখন অনলাইন লেনদেন করেন৷ মেট্রো বা ট্রেনের টিকিটের ক্ষেত্রেও দেখা গেছে সেই একই পরিবর্তন৷ আর সেই কারণেই মাত্র ২ বছরে প্রায় ৫ লক্ষের কাছে পৌঁছল মেট্রো রাইড কলকাতা অ্যাপ-এর গ্রাহক সংখ্যা৷
এখন মানুষের যা তাড়া তাতে প্রতিদিন স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই লাইনে দাঁডি়য়ে টিকিট কাটা বা কার্ডে রিচার্জ বেশ ঝামেলা বা সময়সাপেক্ষ ব্যাপার৷ অথচ দিন দিন বাড়ছে মেট্রোর যাত্রী সংখ্যা৷ ব্যস্ত সময় স্বাভাবিতভাবেই দীর্ঘক্ষণ লাইন নিয়ে বিরক্তি প্রকাশ করেন অনেকেই৷ সেই সবদিক মাথায় রেখেই ২০২২ সালের মার্চে পথ চলা শুরু মেট্রো রাইড কলকাতা অ্যাপ-এর৷ প্রথমে শুধু মাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই এসেছিল এই অ্যাপ৷ যার মাধ্যমে কাউন্টারে না গিয়ে মোবাইলে ক্লিক করেই কার্ডে রিচার্জ করতে পারেন যে কেউ৷ অ্যাপ থেকে দেখা যায় পরবর্তী মেট্রোর টাইমও৷ ফলে অনেকটা সময় বাঁচে যাত্রীদের৷
জেনে আশ্চর্য হবেন মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যেই মাইলস্টোল ছুঁয়ে এই অ্যাপ ৪ লক্ষ ৬৪ হাজার মানুষ ডাউনলোড করেছেন৷ যা নিয়ে আপ্লুত মেট্রো কর্তৃপক্ষ৷ প্রসঙ্গত, বছর দুয়েক আগে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মেট্রো অ্যাপ চালু হলেও আইওএস ব্যবহারকারীরা এর সুবিধা পেতেন না৷ তবে চলতি বছর মার্চে আইফোন ইউজারদের জন্যও পথচলা শুরু করেছে এই অ্যাপ৷ ইতিমধ্যেই ৩ হাজারের বেশি মানুষ এটি ডাউনলোড করেছেন৷ আসুন তবে জানাই কিভাবে অতি সহজে অ্যাপটি ডাউনলোডের মাধ্যমে কার্ড রিচার্জ করতে পারবেন-
প্রথমে, অ্যান্ড্রয়েড ইউজাররা প্লে স্টোরে যান৷ সেখানে টাইপ করুন Metro Ride Kolkata App৷ আইওএস ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন অ্যাপটি৷
দ্বিতীয় ধাপে, অ্যাপটি ডাউনলোডের পর আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন৷
শেষে ব্যাস এর পর কার্ডের নম্বর দিয়ে করতে পারবেন রিচার্জ৷