• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মোনাকোর হারে ফ্রেঞ্চ লিগের চ্যাম্পিয়ন পিএসজি

প্যারিস– শেষ ১১ বারের মধ্যে ৯ বারই লিগ শিরোপা পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন৷ গত মৌসুমের পর দলে একাধিক রদবদল এসেছে, তারপরেও অবশ্য লিগ শিরোপার ভাগ্যবদল হয়নি৷ পিএসজির ঘরেই যাচ্ছে লিগ ওয়ানের ট্রফি৷ গত ম্যাচে লা হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র না করলেই শিরোপার স্বাদ পেয়ে যেত তারা৷ কিন্ত্ত, ড্রয়ের সুবাদে সেই উৎসব গিয়েছিল আটকে৷ গতকালই

প্যারিস– শেষ ১১ বারের মধ্যে ৯ বারই লিগ শিরোপা পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন৷ গত মৌসুমের পর দলে একাধিক রদবদল এসেছে, তারপরেও অবশ্য লিগ শিরোপার ভাগ্যবদল হয়নি৷ পিএসজির ঘরেই যাচ্ছে লিগ ওয়ানের ট্রফি৷ গত ম্যাচে লা হাভরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র না করলেই শিরোপার স্বাদ পেয়ে যেত তারা৷ কিন্ত্ত, ড্রয়ের সুবাদে সেই উৎসব গিয়েছিল আটকে৷
গতকালই অবশ্য সেই শিরোপা নিশ্চিত করেছে ফেলেছে৷ অলিম্পিক লিও ৩-২ গোলে হারিয়েছে মোনাকোকে৷ তাতেই নিজেদের ১২তম লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি৷ শেষ ১২ বছরে যা তাদের ১০ম লিগ শিরোপা৷

ঘরোয়া শিরোপা অবশ্য নিশ্চিতই ছিল তাদের জন্য৷ গত ম্যাচে ড্রয়ের পরেই পিএসজি কোচ লুইস এনরিকে বলেছিলেন, ‘২৯ গোল ব্যবধানে এগিয়ে আছি৷ তাই এখনই নিজেকে চ্যাম্পিয়ন মনে হচ্ছে৷ এমনকি আমরা যদি আর পয়েন্ট না-ও পাই, তবু চ্যাম্পিয়ন৷’

লিঁও-র মাঠ পার্ক অলিম্পিকে শেষ আনুষ্ঠানিকতার জন্য মোনাকোর হার দরকার ছিল পিএসজির৷ কিন্ত্ত ২১ সেকেন্ডে বেন ইয়েদেরের গোলে মোনাকো এগিয়ে যায়৷ সমতায় ফিরতে ২২ মিনিট সময় লেগেছে লিঁও-র৷ সাবেক আর্সেনাল তারকা আলেক্সান্দার লাকাজেতের গোলে সমতায় ফেরে তারা৷ চার মিনিট পর সাইদ বেনরাহমার গোলে এগিয়েও যায় লিঁও৷

৬৬ মিনিটে বেন ইয়েদারের দ্বিতীয় গোলে সমতায় ফেরে মোনাকো৷ ড্র হলেও কপালে চিন্তা থাকত পিএসজির৷ খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে তাদের সেই চিন্তা থেকে মুক্তি দেয় লিঁও৷ জয়সূচক গোল করেন মালিক ফোফানা৷ শেষ পর্যন্ত ৩-২ গোলের ম্যাচটাই পিএসজি সমর্থকদের এনে দিল উৎসবের উপলক্ষ৷

লিগ ওয়ানে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি৷ সমান ম্যাচ খেলে মোনাকো ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়৷ দুই দলের মধ্যে তিনটি করে ম্যাচ বাকি আছে৷ পিএসজি নিজেদের বাকি ৩ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পেলেও সমস্যা নেই৷ কারণ মোনাকো নিজেদের বাকি ৩ ম্যাচ জিতলেও পিএসজির পয়েন্ট টপকে যেতে পারবে না৷