• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পরিকল্পনা নিয়ে খেলতে হবে শামির পরামর্শ পাণ্ডিয়াকে

মুম্বই— সবাই যখন ধরেই নিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে হার্দিক পাণ্ডিয়ার জায়গা পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা, তখন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে গুরুত্বপূর্ণ পরামর্শ মহম্মদ শামির৷ উল্লেখ্য, পাণ্ডিয়া ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন৷ সেই কারণেই তাঁর বোলিং দক্ষতার উপরেও জোর দেওয়া হচ্ছে৷ আইপিএলে পাণ্ডিয়াকে বোলিং করতেও দেখা যাচ্ছে৷ কিন্ত্ত রান দিয়ে ফেলছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক৷

মুম্বই— সবাই যখন ধরেই নিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে হার্দিক পাণ্ডিয়ার জায়গা পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা, তখন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে গুরুত্বপূর্ণ পরামর্শ মহম্মদ শামির৷ উল্লেখ্য, পাণ্ডিয়া ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন৷ সেই কারণেই তাঁর বোলিং দক্ষতার উপরেও জোর দেওয়া হচ্ছে৷ আইপিএলে পাণ্ডিয়াকে বোলিং করতেও দেখা যাচ্ছে৷ কিন্ত্ত রান দিয়ে ফেলছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক৷ উইকেটও পাচ্ছেন না সেই তুলনায়৷ ফলে ব্যাটিং টিমের উপরে পাণ্ডিয়ার বোলিংয়ের কোনও ছাপ পড়ছে না৷ এহেন অবস্থায় পাণ্ডিয়াকে পরামর্শ দিয়ে মহম্মদ শামি বলছেন, একাধিক পরিকল্পনা নিয়ে বোলিং করতে হবে৷

দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২ ওভার হাত ঘোরান হার্দিক পাণ্ডিয়া৷ দেন ৪১ রান, ইকোনমি রেট ২০.৫০৷ চোটের কারণে এবার আইপিএল খেলছেন না মহম্মদ শামি৷ সম্প্রতি গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে তাঁর৷ এখনও অস্ত্রোপচার পরবর্তী রি-হ্যাবে আছেন ভারতের অন্যতম সফল ফাস্ট বোলার মহম্মদ শামি৷ সেই শামি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে পরামর্শ দিয়ে বলছেন, ‘হার্দিক পাণ্ডিয়া ২ ওভারে ৪১ রান দিয়েছে৷ উইকেট নিয়েছে একটি৷ অনেক রান দিয়ে ফেলেছে৷ ২০.৫ ইকোনমি রেট হিসেবে রান দিয়েছে৷ মুম্বই ইন্ডিয়ান্স দারুণ ভাবে ফিরে এসেছিল ম্যাচে৷ কিন্ত্ত ১০ রানে ম্যাচ হারে৷’
এবারের আইপিএলে রানের বন্যা বইছে৷ প্রায় প্রতিটি ম্যাচে বোলারদের কাজ রীতিমতো কঠিন হয়ে যাচ্ছে৷ সহজেই রান তুলছেন বিপক্ষ দলের ব্যাটাররা৷ বলা যায়, প্রতিটি পিচই বোলারদের বধ্যভূমি৷ ভারতের প্রথম সারির ফাস্ট বোলারদের মধ্যে বুমরা ছাড়া আর কেউই বল হাতে সাফল্য পাচ্ছেন না৷

মহম্মদ সিরাজ, আরশদীপ সহ প্রায় সমস্ত ভারতীয় ফাস্ট বোলারদের ইকোনমি রেট যথেষ্ট বেশি৷ অথচ সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ তাই ভারতীয় দল গঠনের আগেবোলিং টিম নিয়ে রীতিমতো চাপে মুখ্য নির্বাচক অজিত আগরকর৷ অথচ হার্দিক ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার৷ ফলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তাঁকে নিয়ে আশা প্রচুর৷ এমতাবস্থায় হার্দিকের ফর্মে ফেরা খুবই জরুরি৷
শামি বলছেন, ‘আইপিএলে অনেক রান উঠছে৷ বোলারদের জন্য আমার পরামর্শ ২-৩টে পরিকল্পনা মাথায় নিয়ে খেলতে নামতে হবে৷ প্রথম পরিকল্পনা ঠিকঠাক না খাটলে দ্বিতীয় পরিকল্পনা গ্রহণ করতে হবে৷ সেটাও কাজে না লাগলে তৃতীয় পরিকল্পনা প্রয়োগ করতে হবে৷’ শামির পরামর্শ হার্দিক পর্যন্ত পৌঁছল কিনা জানা নেই, তবে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে কিন্ত্ত বলে বৈচিত্র্য আনতে হবে৷
পাণ্ডিয়াকে নিয়ে প্রাক্তনরা সমালোচনায় মেতে উঠেছেন৷ ইরফান পাঠানের মতো প্রাক্তন ক্রিকেটার বলেছেন, পাণ্ডিয়াকে গুরুত্ব দেওয়ার কিছু হয়নি৷ এখনও পর্যন্ত প্রভাব ফেলার মতো কিছু করতে পারেনি পাণ্ডিয়া৷ এবার তাঁর বোলিংয়ের সমালোচনা করলেন শামিও৷