দিল্লি, ২৯ এপ্রিল – জমি দুর্নীতির ঘটনায় ধৃত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিন মামলায় ইডির কাছে জবাব তলব করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। স্ত্রী কল্পনা সোরেন বিধানসভা উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন অর্থাৎ সোমবারও সুপ্রিম স্বস্তি মিলল না হেমন্ত সোরেনের। সোরেনের অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানি ছিল সোমবার। আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে।
বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ ইডিকে নোটিস পাঠিয়েছে। আগামী ৬ মে-র মধ্যে জবাব দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। একই সঙ্গে ঝাড়খণ্ড হাইকোর্টকে সোরেনের আর্জির বিষয়ে রায় ঘোষণা করতে বলেছে বেঞ্চ। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।