• facebook
  • twitter
Monday, 25 November, 2024

চলতি বছরেই কোটায় আত্মঘাতি পড়ুয়ার সংখ্যা দাঁড়াল ৮

জয়পুর, ২৯ এপ্রিল– একে ছাত্র ফ্যাক্টরি না বলে বলা উচিৎ মৃতু্যর ফ্যাক্টরি৷ প্রতিনিয়ত কোন কোন ছাত্রের মৃতু্যর খবর শোনা যাচ্ছে৷ সেই রাজস্থানের কোটায় ফের আত্মঘাতী এক পড়ুয়া৷ রবিবার কোটার হোস্টেল থেকে উদ্ধার হল এক পড়ুয়ার ঝুলন্ত দেহ৷ এই নিয়ে চলতি বছরে ৮ জন পড়ুয়া আত্মঘাতী হলেন কোটায়৷ প্রসঙ্গত, গত বছর কোটায় পড়তে এসে আত্মঘাতী হয়েছিলেন

জয়পুর, ২৯ এপ্রিল– একে ছাত্র ফ্যাক্টরি না বলে বলা উচিৎ মৃতু্যর ফ্যাক্টরি৷ প্রতিনিয়ত কোন কোন ছাত্রের মৃতু্যর খবর শোনা যাচ্ছে৷ সেই রাজস্থানের কোটায় ফের আত্মঘাতী এক পড়ুয়া৷ রবিবার কোটার হোস্টেল থেকে উদ্ধার হল এক পড়ুয়ার ঝুলন্ত দেহ৷ এই নিয়ে চলতি বছরে ৮ জন পড়ুয়া আত্মঘাতী হলেন কোটায়৷ প্রসঙ্গত, গত বছর কোটায় পড়তে এসে আত্মঘাতী হয়েছিলেন ২৭ জন পড়ুয়া৷ জানা গিয়েছে, মৃত পড়ুয়া ২০ বছর বয়সী এক যুবক৷ হরিয়ানার রোহতকের বাসিন্দা তিনি৷ আগামী ৫ মে নিট পরীক্ষায় বসারে কথা ছিল তাঁর৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ির বাইরে বের হতে দেখা যায়নি তাঁকে৷ বাড়ির লোকের তরফে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন ধরেননি ওই যুবক৷ এর পর হোস্টেলের ওয়ার্ডেনের সঙ্গে যোগাযোগ করে পরিবার৷ হোস্টেলের ওয়ার্ডেন তাঁর ঘরে ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি৷ এই অবস্থায় পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে৷ পুলিশি তদন্তে জানা যাচ্ছে, অন্তত ৮ থেকে ১০ দফায় দড়ি প্যাঁচানো ছিল ওই পড়ুয়ার গলায়৷ তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি৷ ফলে মৃতু্যর কারণ নিয়ে ধোঁয়াশা ধরেছে৷ যদিও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান পড়াশুনার চাপেই আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া৷
উল্লেখ্য, কোটায় লাগাতার আত্মহত্যার ঘটনার জেরে ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে প্রশাসনের তরফে৷ যেখানে ভর্তির বয়সসীমা বেঁধে দেওয়ার পাশাপাশি হোস্টেলের প্রতিটি ফ্যানের স্প্রিং ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল৷ যাতে আত্মহত্যার ঘটনা আটকানো যায়৷ যদিও এই হোস্টেলে সে নিয়ম কেন মানা হয়নি তা খতিয়ে দেখছে পুলিশ৷