• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গুগলে ১০০ কোটির বিজ্ঞাপন দিয়ে নজির বিজেপির

পিছিয়ে নেই কংগ্রেস, এডিএমকে দিল্লি, ২৭ এপ্রিল– সময় বদলাছে৷ এখন ডিজিটাল যুগ৷ নানান সুযোগ-সুবিধা এখন হাতের মুঠোয়৷ স্মার্টফোন নেই এমন মানুষ মেলা ভার৷ গুগল কি জিনিস এখন ছোট বাচ্চারাও যানে৷ একথা শুধু আম জনতাই নয় ভালোভাবেই বোঝে দেশের রাজনৈতিক দলগুলিও৷ এই যেমন গেরুয়া শিবিরকেই নিন না৷ দেশের প্রতিটি মানুষের কাছে পেঁৗছতে তারা বেছে নিয়েছে গুগলকে৷ দেওয়াল লিখন,

পিছিয়ে নেই কংগ্রেস, এডিএমকে
দিল্লি, ২৭ এপ্রিল– সময় বদলাছে৷ এখন ডিজিটাল যুগ৷ নানান সুযোগ-সুবিধা এখন হাতের মুঠোয়৷ স্মার্টফোন নেই এমন মানুষ মেলা ভার৷ গুগল কি জিনিস এখন ছোট বাচ্চারাও যানে৷ একথা শুধু আম জনতাই নয় ভালোভাবেই বোঝে দেশের রাজনৈতিক দলগুলিও৷ এই যেমন গেরুয়া শিবিরকেই নিন না৷ দেশের প্রতিটি মানুষের কাছে পেঁৗছতে তারা বেছে নিয়েছে গুগলকে৷ দেওয়াল লিখন, জনসভার পাশাপাশি প্রচারে দিনকেদিন বাড়ছে ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব৷ আর সেই অনলাইন মাধ্যমকেই সবচেয়ে বেশি কাজে লাগিয়েছে বিজেপি৷ শুধু কি বাছা৷ তাতে দলের বিজ্ঞাপন দিতে অকাতরে বিলিয়েছে অর্থ৷ সেই অর্থের পরিমাণটা শুনলে এই আপনি এখনি ভিমরী খেতে পারেন৷ তারজন্য চাঁদিফাটা গরমে বাইরে বেরোতে হবে না৷ টাকার পরিমাণটা হল ১০০ কোটি৷ তবে এই টাকা ঢেলে ইতিমধ্যেই দেশে নজিরও গড়েছে পদ্মশিবির৷ তবে বিজেপি একাই নয় খরচের তালিকায় পিছিয়ে নেই কংগ্রেস, ডিএমকেও৷ যদিও দেয় অর্থের পরিমাণ বিজেপির তুলনায় অর্ধেকও নয় বাকি দলগুলির৷
গুগল এবং ইউটিউবে ১০০ কোটি টাকার বেশি বিজ্ঞাপন দিয়ে দেশের মধ্যে প্রথম কোনও রাজনৈতিক দল এত টাকা খরচ করেছে৷ ২০১৮ সালের ৩১ মে বিশ্বের একনম্বর সার্চ ইঞ্জিনের তরফে গুগল অ্যাডস ট্রান্সপ্যারেন্সি রিপোর্ট পেশ করা শুরু হয়৷ সেই তারিখ থেকে  গতকাল ২৫ এপ্রিল পর্যন্ত সব মিলিয়ে এদেশের রাজনৈতিক দলগুলি গুগলে ৩৯০ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে৷ যার ২৬ শতাংশই গেরুয়া শিবিরের বিজ্ঞাপন৷ গুগল ও ইউটিউবে বিজেপি একাই ১০১ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে৷ গুগলের পরিসংখ্যান অনুযায়ী, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস৷ ছয় বছরে গুগলে অনলাইন বিজ্ঞাপন বাবদ ৪৫ কোটি টাকা খরচ করেছে হাত শিবির৷ তিন নম্বরে থাকা ডিএমকে এযাবৎ অনলাইন বিজ্ঞাপন দিয়েছে ৪২ কোটি টাকা৷ এরপর খরচের নিরিখে একে একে রয়েছে বিআরএস (১২ কোটি টাকা), প্রশান্ত কিশোরের ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (৬.৪ কোটি), ওয়াইএসআর কংগ্রেস (৬.৪ কোটি), প্রায় অনেকেটাই পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিগত বছরগুলিতে ৪.৮ কোটি টাকা খরচ করেছে ঘাসফুল শিবির৷
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শেষে দেখা গিয়েছিল, মেটা ও গুগল মিলিয়ে বিজেপি অনলাইনে বিজ্ঞাপন দিয়েছে ১৪.৭ কোটি টাকা৷ যেখানে কংগ্রেস খরচ ১২.৩ কোটি টাকা৷ বিজেপির ৮১ শতাংশ বিজ্ঞাপন যেখানে গুগলে ঠাঁই পেয়েছে, সেখানে কংগ্রেসও সিংহভাগ ক্ষেত্রে গুগলকেই বেছেছে৷ এদিকে দ্বিতীয় দফা নির্বাচনের আগে ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সময়ে গুগলে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দিয়েছে কংগ্রেস৷ সাত দিনে ৫.৭ কোটি টাকা কংগ্রেস এবং ৫.৩ কোটি টাকা বিজেপি খরচ করেছে৷