• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঠাকুরবাড়ির শান্তনুকে কটাক্ষ তৃণমূল প্রার্থী বিশ্বজিতের

নিজস্ব প্রতিনিধি— বারাসাতে জেলা শাসকের দফতরে নমিনেশন জমা দিয়ে বেড়িয়ে ফের রাজনৈতিক বাকযুদ্ধের ময়দানে নামলেম বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস৷ ঠাকুরবাড়ি পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান বিশ্বজিৎ দাস৷ ঠাকুরবাড়ি পুজো দেওয়া নিয়ে একাধিকবার শান্তনু ঠাকুরের সাথে মতবিরোধ হয়েছে একাধিক তৃণমূল নেতৃত্বের৷ বাদ যাননি তৃণমূল সেনাপতি অভিষেক

নিজস্ব প্রতিনিধি— বারাসাতে জেলা শাসকের দফতরে নমিনেশন জমা দিয়ে বেড়িয়ে ফের রাজনৈতিক বাকযুদ্ধের ময়দানে নামলেম বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস৷ ঠাকুরবাড়ি পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান বিশ্বজিৎ দাস৷ ঠাকুরবাড়ি পুজো দেওয়া নিয়ে একাধিকবার শান্তনু ঠাকুরের সাথে মতবিরোধ হয়েছে একাধিক তৃণমূল নেতৃত্বের৷ বাদ যাননি তৃণমূল সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়ও৷ এবার শান্তনুর আক্রমণের তির বিশ্বজিৎ দাসের দিকে৷ এই প্রসঙ্গেই বিশ্বজিৎ দাস কে কটাক্ষ করে শান্তনু বলেন, ‘একাধারে মতুয়া ভক্ত সমাজকে দেখাতে হবে আমি পরম ভক্ত, ওপর পাশে ঠাকুরবাড়ির সন্তানদেরই গালিগালাজ করবে৷ ঠাকুরবাড়ি না এলে ওঁদের উদ্ধার হবে না আবার ঠাকুরবাড়ি লোকেদেরই জেল খাটাবে৷’ যদিও এ প্রসঙ্গে চুপ করে থাকেননি বিশ্বজিৎ৷ তিনিও শান্তনুর বক্তব্যের পাল্টা জবাব দিয়ে বলেন, ‘ওই বাড়ির সন্তানরা যে মহাপুরুষ হবেন তাঁর কোনও মানে নেই৷ হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের পরবর্তীতে তাঁদের কৃষ্টি, সংস্কৃতি প্রমাণ করে দিয়েছেন তাঁদের (বিজেপির) বিধায়ক অসীম সরকারই৷’

দ্বিতীয় দফার নির্বাচনের দিন শেখ শাহজাহানের গড় থেকে উদ্ধার হল একের পর এক আগ্নেয়াস্ত্র এবং বিদেশি অস্ত্রও৷ সন্দেশখালি থেকে উদ্ধারকৃত এই আগ্নেয়াস্ত্র আদতে ভোটের সময় ব্যবহার করবে তৃণমূল, মনোনয়ন পত্র জমা দিয়ে বেরিয়ে এমনই দাবি করলেন শান্তনু ঠাকুর৷ শেখ শাহজাহানকে আক্রমণ শানিয়ে শান্তনু বলেন, “আমি তো বলে দিয়েছিলাম অনেক আগে, ও মায়ানমারে গেছে শক্তি জোগাতে৷ শক্তি জোগানো শেষ, স্ট্রাকচার তৈরী, এখন ধরা পড়েছে! তাঁর সাথে প্রশাসনের সম্পূর্ণ মদত আছে৷ ” এর পাল্টা জবাব দিয়েছেন বিশ্বজিৎও৷ তিনি বলেন, “মাথার ঠিক নেই তাঁর৷ প্রচন্ড গরম পড়েছে৷ আগে তিনি ঠিক হোক, তারপর তার জবাব দেবো৷ ” এদিন উভয় প্রার্থীকে ঘিরেই রাস্তায় তৈরী হয় জনপ্লাবন৷ তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের অনুগামীরা এবং তৃণমূল কর্মীসমর্থকেরা এদিন ১৪৪ ধারা ভেঙেই ডিএম অফিস চত্বরে প্রবেশ করে৷ যদিও এই বিষয়টিকে ‘মানুষের বাঁধভাঙা উচ্ছাস’ বলেই গণ্য করেছেন বিশ্বজিৎ৷ এদিন মানুষের ব্যাপক উচ্ছাস, জনসমর্থন বিশ্বজিতের জয়ের নিশ্চয়তা বহুগুন বৃদ্ধি করেছে৷ তাঁর ভাষায়, “জয় টা কেবল সময়ের অপেক্ষা৷”

শুক্রের দুপুরে উভয় প্রার্থীই জেলা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দিতে যান ঢাক ঢোল বাজিয়ে, বিপুল জনসমর্থন নিয়ে৷ দুই প্রার্থীর সাথেই বেরোয় মহা মিছিল৷ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয় উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতর৷ উভয়ই মতুয়া সম্প্রদায়কে সামনে রেখে নিজ মনোনয়ন পত্র জমা দেন৷

এদিন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সঙ্গে ছিলেন রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুর, অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী, বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ প্রমুখ৷ অন্যদিকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সঙ্গে ছিলেন বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া, গাইঘাটার বিধায়কের ভাই সুব্রত ঠাকুর প্রমুখ৷