• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আইপিএলের নিয়মে বিরক্ত গাভাসকার

মুুম্বই— আইপিএল ক্রিকেটের নিয়মের বাড়াবাড়িতে বিরক্তি প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, সানরাইজার্স হায়দরাবাদের সামনে ম্যাচ জেতার কোনও জায়গা ছিল না৷ তাদের প্রয়োজন ছিল ৩ বলে ৪০ রান করার৷ এটা অসম্ভব ব্যাপার৷ এই অবস্থায় যশ দয়াল একটি বল ওয়াইড লাইনের খুব কাছ থেকে করনে৷ আম্পায়ার ওয়াইড দিলেন৷ দয়ালের সেই সিদ্ধান্ত

মুুম্বই— আইপিএল ক্রিকেটের নিয়মের বাড়াবাড়িতে বিরক্তি প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার৷ তিনি উদাহরণ দিয়ে বলেন, সানরাইজার্স হায়দরাবাদের সামনে ম্যাচ জেতার কোনও জায়গা ছিল না৷ তাদের প্রয়োজন ছিল ৩ বলে ৪০ রান করার৷ এটা অসম্ভব ব্যাপার৷ এই অবস্থায় যশ দয়াল একটি বল ওয়াইড লাইনের খুব কাছ থেকে করনে৷ আম্পায়ার ওয়াইড দিলেন৷ দয়ালের সেই সিদ্ধান্ত পছন্দ হল না৷ এগিয়ে এলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি৷ তিনিও এই ব্যাপারটি আমল দিতে চাইলেন না৷ দয়ালকে তিনি আবার বল করতে বললেন৷ কিন্ত্ত আইপিএল ক্রিকেটে ওয়াইড বা নো বল করলে রিভিউ নেওয়া যায়৷ যার ফলে এই নিয়মের কারণে বেশকিছু সময় নষ্ট হল৷ এটা মেনে নেওয়া সম্ভব নয়৷

আইপিএলে রাতের ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে সাতটা থেকে৷ খেলা শেষ হয় রাত সাড়ে ১১টার পরে৷ অর্থাৎ প্রায় চারঘণ্টা সময় লাগে একটা টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ শেষ হতে৷ মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত৷ ওয়াইড দিলে ওয়াইড, না দিলে না৷ এতে রিভিউ নেওয়ার মানে খেলার স্বাভাবিক ছন্দ হারিয়ে যায়৷ সেটা কি খেলার মধ্যে কোনও ইতিবাচক বলে মনে হয়৷

গতবছরে আইপিএল ক্রিকেট থেকেই ওয়াইড ও নো বলে রিভিউ নেওয়ার নিয়ম চালু হয়েছিল৷ গাভাসকার বলেছেন, ওয়াইড ও নো বলে রিভিউ তখনই নেওয়া উচিত, যখন আউটের সম্ভাবনা থাকে৷ সেটা না থাকলে মাঠের সিদ্ধান্তকে মেনে নেওয়া উচিত৷ প্রতি ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে একটি দল দু’টি করে রিভিউ নিতে পারে৷ যে দল রিভিউ নিচ্ছে, তখন তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত তাদের পক্ষে গেলে বারবার রিভিউ নেওয়া যায়৷ কিন্ত্ত ভুল হলে দু’বারের বেশি রিভিউ নিতে পারবে না একটি দল৷ গাভাসকার মনে করেন, আউটের ক্ষেত্রেই শুধু রিভিউ ব্যবহার করা উচিত৷ ওয়াইডের সময় প্রয়োজন হয় না৷ মাঠের আম্পায়ারদের দশবারের সিদ্ধান্তের মধ্যে ন’বারই সঠিক রায় হয়৷