দিল্লি, ২৬ এপ্রিল– সম্পন্ন হল দেশজুডে় দ্বিতীয় দফার নির্বাচন৷ ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়৷ সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে৷ বিকেল ৫টার মধ্যে ভোটপর্ব মিটলেও কোথাও আবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে৷ দেশজুডে় ১.৬৭ লক্ষ বুথে ১৫.৮৮ কোটি ভোটার ১ হাজার ২০২ জন প্রার্থীর মধ্যে থেকে তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করেন৷ এই দফায় প্রার্থীদের মধ্যে ১ হাজার ৯৮ জন পুরুষ, ১০২ জন মহিলা এবং ২ জন তৃতীয় লিঙ্গের৷ এর আগে প্রথম দফায় দেশের ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে৷ সাত দফায় নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ৪ জুন৷
শুক্রবার দ্বিতীয় দফায় আউটার মণিপুরে ১৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়৷ প্রথম দফায় ১৯ এপ্রিল কয়েক জায়গায় অশান্তির ঘটনা ঘটে৷ ফের ২২ তারিখ ১১টি বুথে ভোট হয়৷ ভোটগ্রহণ আরম্ভ হতেই আউটার মণিপুরের উখরুলের একটি বুথে ভোট দিতে আসেন এক প্রৌঢ়া৷
একজন মাত্র ভোটার৷ আর শুধুমাত্র তাঁর জন্যই মণিপুর আউটারের ৪২ নম্বর তেংগনৌপাল বিধানসভায় বুথের ব্যবস্থা করা হয়৷ তিনি মণিপুরের ইন্টারনালি ডিসপ্লেসড পার্সন বা আইডিপি৷ অর্থাৎ কোনও কারণে তিনি তাঁর ঘরবাডি় ছেডে় অন্য কোথাও পালিয়ে গিয়েছেন৷ তাঁকে ভোটদানের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন৷
আজব ঘটনা ঘটে অসমে৷ বুথে ভোট দিতে গিয়েছেন মৃত ব্যক্তিরা৷ শুক্রবার নগাঁও লোকসভা কেন্দ্রের অধীনে রূপাহিহাট বিধানসভায় ৩০ জন ভোটার তালিকায় মৃত ব্যক্তি ভোট দিতে যান৷ তাঁরা রূপাহিহাট বিধানসভার অন্তর্গত জুরিয়া বুথে ভোট দিতে গিয়ে দেখেন ভোটার তালিকায় তাঁদের মৃত বলে উল্লেখ করা হয়েছে৷ স্বভাবতই ভোটাররা স্তম্ভিত হয়ে যান৷ অনেকে পুলিশের কাছেও যান৷
অসমে মৃতু্য হয় এক এজেন্টের, তাঁর নাম ফারুক আহমেদ৷ তিনি এআইইউডিএফের এজেন্ট ছিলেন৷ অসম-মিজোরাম সীমান্তে হেলাকান্দি জেলায় একটি প্রাথমিক স্কুলে কাজ করার সময় হঠাৎ ফারুক মাটিতে পডে় যান৷ সেখানেই তাঁর মৃতু্য হয়৷ অনুমান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল৷
এই প্রথম ত্রিপুরার ব্রু গোষ্ঠীর ভোটাররা ভোট দিলেন৷ তাঁরা পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোট দিয়েছেন৷ এই কেন্দ্রটি তফশিলি উপজাতির জন্য সংরক্ষিত৷
দার্জিলিংয়ের ডালিতে ভোট দেন বিনয় তামাং৷ সম্প্রতি তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করেছেন৷ তাই তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে কংগ্রেস৷ শুক্রবার সকালে দার্জিলিংয়ে ভোট দিলেন দেশের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা৷
কর্ণাটকের বেঙ্গালুরুতে সকাল সকাল ভোট দিতে আসেন লেখক ও সমাজকর্মী সুধা মূর্তি৷ তিনি বলেন, “আমি সবাইকে বলতে চাই, কেউ বাডি়তে বসে থাকবেন না৷ ভোট দিন, নিজের নেতাকে নির্বাচিত করুন৷ আমার সবসময় মনে হয়, শহরের মানুষেরা গ্রামাঞ্চলের তুলনায় ভোট কম দেন৷ আমি তরুণদেরও ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি৷” হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেন নারায়ণ মূর্তিও৷ বেঙ্গালুরুর বিইএস বুথে ভোটাধিকার প্রয়োগ করেন নির্মলা সীতারমন৷ ভোট দেন রাহুল দ্রাবিড়৷ বেঙ্গালুরুর মাইসোরে ভোট দেন প্রাক্তন ক্রিকেটার জভগল শ্রীনাথ৷ ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, “ভোট দেওয়া আমাদের অধিকার৷ আমি আনন্দিত৷ এখনও পর্যন্ত ৫০ শতাংশের বেশি ভোট পডে়ছে৷ ভোট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ৷”
কেরলের কন্নুরের একটি বুথে ভোট দেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ শুক্রবার এই রাজ্যের সবক’টি অর্থাৎ ২০টি বুথে ভোট হচ্ছে৷ তিরুঅনন্তপুরমে ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখরের সঙ্গে কংগ্রেসের তিন-তিন বারের সাংসদ শশী থারুরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই৷
কোঝিকোডে় ভোট দেন কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন৷ এবার ভারতীয় জনতা পার্টি তাঁকে কেরলের ওয়ানাড় লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে৷ তাঁর বিরুদ্ধে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি এবং সিপিআই-এর অ্যানি রাজা৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল ওয়েনাড় কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জয়ী হন৷
কেরলের কোঝিকোডে় একটি বুথে মৃতু্য হয় এক এলডিএফ এজেন্টের৷ কুচিরা মালিয়েকেল আনিস আহমেদ নামের ওই এজেন্ট বুথের মধ্যেই হঠাৎ জ্ঞান হারান৷ পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷ এছাড়া আলাপ্পুঝা জেলায় মৃতু্য হয়েছে এক ভোটারের৷ ৭৫ বছর বয়সি সোমারাজন বুথে গিয়ে ভোট দেন৷ এরপর বাডি় ফেরার জন্য একটি অটোরিকশায় উঠতে গিয়ে, জ্ঞান হারিয়ে পডে় যান৷ তাঁকে সঙ্গে সঙ্গে আলাপ্পুঝা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্ত্ত তাঁকে বাঁচানো যায়নি৷
রাজস্থানের যোধপুরে ভোট দেন কংগ্রেস প্রার্থী বৈভব গেহলট এবং তাঁর স্ত্রী হিমাংশী৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব এবার কংগ্রেস প্রার্থী৷ তাঁর বিরুদ্ধে প্রার্থী বিজেপির লুম্বারাম চৌধরী৷ শুক্রবার সকালে রাজস্থানের ঝালওয়ারে ভোট দেন বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া৷ তিনি গেরুয়া শাডি় পরে আসেন৷
আজমের লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুষ্কর বিধানসভায় ভোট বয়কটের ডাক দেন গ্রামবাসীরা৷ গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জল নিয়ে সমস্যা থাকলেও সরকার এর সমাধানে কিছুই করেনি৷ ঘটনাচক্রে, পুষ্করের বিধায়ক সুরেশ সিং রাওয়াত স্বয়ং রাজ্যের জলমন্ত্রী৷ গ্রামবাসীদের অভিযোগ, মন্ত্রীর কাছে বারবার অভিযোগ করলেও তিনি কর্ণপাত করেননি৷
একইরকম ঘটনা ঘটে মহারাষ্ট্রের আদিবাসী অধু্যষিত গ্রাম অমরাবতী-মেলঘাটে৷ গ্রামে রাস্তা নেই, পানীয় জল নেই৷ এমনকী এই উন্নয়নের হাওয়ায় বিদু্যতও পৌঁছয়নি৷ তাই ২০২৪ সালে ভোট না-দেওয়ার ডাক দেন গ্রামবাসীরা৷ মেলঘাটের অন্তর্গত ৪টি গ্রামের বাসিন্দারা ভোট বয়কট করেন৷
উত্তরপ্রদেশের মথুরার একটি বুথে ভোট দেন রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধরী৷ এবছর মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে তাঁর দাদু প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরী চরণ সিংকে৷
লাইনে দাঁডি়য়ে ভোট দেন কংগ্রেস প্রার্থী শশী থারুর৷ বুথ থেকে বেরিয়ে তিনি বলেন, এই নির্বাচনটা আমার থেকেও দেশের ভবিষ্যতের জন্য অনেক বেশি জরুরি৷ এটা দিল্লিতে সরকার পরিবর্তনের জন্য৷ আমরা এখানে এসেছি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, দেশের বৈচিত্র্য, বহুত্ববাদে বিশ্বাস ফিরিয়ে আনতে চাই৷
বিহারের পূর্ণিয়ায় ভোট দিলেন নির্দল প্রার্থী পাপ্পু যাদব৷ বিহারের পূর্ণিয়া কেন্দ্রের বিথা গ্রামে ভোট দিলেন আরজেডি প্রার্থী বিমা ভারতী৷ এই কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁডি়য়েছেন পাপ্পু যাদব৷ তাঁকে এবার টিকিট দেয়নি কংগ্রেস৷ তাই তিনি নির্দল প্রার্থী হয়েই লড়ছেন৷