• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

সুজয় ভদ্র নিয়ে ইডির সংক্ষিপ্ত রিপোর্টে অসন্ত্তষ্ট হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি— বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা পড়ে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির রিপোর্ট৷ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন নাম জডি়য়ে যায় ‘লিপস এন্ড বাউন্ডস’ নামে এক সংস্থার৷ সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা, একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়, যাঁরা ‘লিপস এন্ড বাউন্ডস’-এর সঙ্গে যুক্ত৷ সেই সংস্থার

নিজস্ব প্রতিনিধি— বুধবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা পড়ে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা ইডির রিপোর্ট৷ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলাকালীন নাম জডি়য়ে যায় ‘লিপস এন্ড বাউন্ডস’ নামে এক সংস্থার৷ সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা, একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়, যাঁরা ‘লিপস এন্ড বাউন্ডস’-এর সঙ্গে যুক্ত৷ সেই সংস্থার কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে? সে কথা বুধবার কলকাতা হাইকোর্টে জানালো ইডি৷

এদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ইডি জানায়, মোট ১৩৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এ কথা শুনে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, দুর্নীতির টাকার অঙ্কের অনুপাতে এটা খুব নগণ্য বলে মনে হচ্ছে না? তিনি যে এই রিপোর্টে খুব একটা সন্ত্তষ্ট নন, সেটা বুঝিয়ে দিয়েছেন বিচারপতি৷ ইডি-র উদ্দেশে বিচারপতি বলেন, “অভিযোগ উঠেছে যে চাকরি বিক্রি হয়েছে৷ এটা একটা স্ক্যাম৷ সত্যিই কি চাকরি বিক্রি হয়েছে? তার কি কোনও প্রমাণ আপনারা পেয়েছেন? টাকার উৎস জানতে আপনারা কি কোনও পদক্ষেপ করেছেন?” ইডি জানায়, প্রতিদিনই তদন্তে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা৷ এই মামলায় এদিন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের নামও উঠে আসে৷ ইডি জানায়, প্রাক্তন পর্ষদ সভাপতির মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই শুনানি হচ্ছে না৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে দাবি করেছে ইডি৷ আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি৷ ফের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহার বেঞ্চ৷ উল্লেখ্য, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে থাকা যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, তার মধ্যে কালীঘাট রোডের দুটি বহুতল রয়েছে বলে চলতি বছরের শুরুর দিকে জানিয়েছিল ইডি৷ ইডি-র দেওয়া তথ্য বলছে, এর মধ্যে একটি বাডি় কিনেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ও অপরটি কিনেছিলেন অমিত বন্দ্যোপাধ্যায়৷

ইডির দাখিল রিপোর্টে সুজয় ভদ্র এর কন্ঠস্বর সংক্রান্ত তথ্য রয়েছে৷ যদিও ওই কণ্ঠস্বর নিয়ে রিপোর্টে সন্ত্তষ্ট হতে পারেননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ৷ ইডির রিপোর্ট সংক্ষিপ্ত বলে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি৷ প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’ মামলার তদন্ত করছে ইডি৷ সেই মামলায় তদন্তের অগ্রগতির রিপোর্ট বুধবার আদালতে জমা দেওয়ার কথা ছিল৷ ওই তদন্তের সূত্রেই ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা৷ সম্প্রতি ইডি সেই রিপোর্ট হাতে পেয়েছে৷ বুধবার আদালতে তা জমা দেওয়া হয়েছে৷ রিপোর্ট দিয়ে ইডি জানায়, তাঁরা ‘কাকু’র কণ্ঠস্বর নিয়ে যে সন্দেহ করছিল, তা মিলে গিয়েছে৷ সেই সন্দেহের সপক্ষেই রিপোর্ট এসেছে৷ বুধবার আদালতে ইডি যে রিপোর্ট জমা দিয়েছে, তা পাঁচ পাতার৷ তার মধ্যে তিন পাতা জুডে়ই ‘কাকু’র কণ্ঠস্বরের তথ্য রয়েছে৷ বাকি দু’পাতায় ছিল এই মামলায় ইডির সার্বিক তদন্তের রিপোর্ট৷ এতেই বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন৷ ইডির তদন্তের রিপোর্ট এত সংক্ষিপ্ত কেন? প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা৷ আগামী ১২ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে৷