‘একেই বলে শিক্ষা…’
মুম্বই— অমিতাভ বচ্চন গতকাল দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত হয়েছেন৷ যেখানে তাঁর ছেলে অভিষেক বচ্চনও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন৷ অভিষেক মঞ্চে উঠেই সঙ্গে সঙ্গে নেমে যান৷
অমিতাভ বচ্চন৷ হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেতা৷ অভিনয় ছাড়াও, তিনি তাঁর বলিষ্ঠ কণ্ঠ, লেখার জগৎ এবং নম্র স্বভাবের জন্য সকলের কাছে সুপরিচিত৷ গ্ল্যামারাস দুনিয়ায় তাঁর অপরিসীম অবদানের জন্য তিনি সম্প্রতি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হয়েছেন৷
এদিনের অনুষ্ঠানে তাঁর পুত্র অভিষেক বচ্চনও উপস্থিত ছিলেন৷ যাঁর বেশকিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ অভিষেকের স্বভাব তাঁর লক্ষ লক্ষ ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারপর থেকে তাঁরা তাঁর প্রশংসাও করছে৷
অমিতাভ বচ্চনকে ২৪ এপ্রিল, ২০২৪-এ মুম্বইয়ের দীননাথ মঙ্গেশকর সভাগৃহে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত করা হয়৷ লতা মঙ্গেশকরের ছোট বোন এবং বিখ্যাত গায়িকা ঊষা মঙ্গেশকর অমিতাভের হাতে এই পুরস্কার তুলে দেন৷ ২০২২ সালে লতা মঙ্গেশকরের মৃতু্যর পর, তাঁর স্মরণে পরিবার এই সম্মান অনুষ্ঠান শুরু করেন৷ এই পুরস্কারটি অমিতাভের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিখ্যাত গায়িকা আশা ভোঁসলেকে দেওয়া হয়েছিল৷ এ বছরও একই পুরস্কারে ভূষিত হয়েছেন এ আর রহমান৷ অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে, অমিতাভ বচ্চন তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের লতা মঙ্গেশকরের কণ্ঠের প্রতি ভালোবাসার কথাও বলেছিলেন৷
রণদীপ হুডা, অশোক সরফ, অভিষেক বচ্চন, পদ্মিনী কোলহাপুরে এবং রূপকুমার রাঠোড় সহ অনেক অভিনেতা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ প্রকাশ্যে আসা একটি ভিডিওতে, অভিষেক বচ্চনকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করতে দেখা গিয়েছে৷ তবে, তিনি যখন মঞ্চ ছেডে় চলে যাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত এক ব্যক্তি অভিষেককে সেখানেই থাকতে বলেন৷ কিন্ত্ত প্রবীণদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিনেতা তাঁদের কাছে বসতে রাজি হননি এবং মঞ্চ থেকে নেমে দর্শকদের দিকে চলে যান৷
অমিতাভ বচ্চনের পুত্র হওয়ায় ইন্ডাস্ট্রির সকলে বারবার তাঁর সঙ্গে তুলনা টানলেও অভিষেক সকলের থেকে আলাদা৷ মাটির কাছাকাছি থাকতেই তিনি সবসময় পছন্দ করেন৷ তাই আরও একবার মুগ্ধ ভক্তরা৷