নিজস্ব সংবাদদাতা, বহরমপুর, ২৪ এপ্রিল— বুধবার মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী মনোনয়ন জমা দেন৷ এদিন দুপুর থেকেই টেক্সটাইল কলেজ মোড়ে ভিড় করেন কয়েক হাজার কংগ্রেস ও সিপিএম কর্মী৷ প্রথম থেকেই তাদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো৷ বাম-কংগ্রেস ঐক্যের চেহারা এদিন ফের ধরা পড়ে৷ ঘোড়ার গাড়ি এবং বাদ্যযন্ত্র সহকারে এই বর্ণাঢ্য মিছিলটি ছিল দেখার মতোই৷ মহিলা কর্মীদের বাদ্যযন্ত্র বাজিয়ে নাচতেও দেখা যায়৷ মিছিলটি কালেকটরেট মোড় পর্যন্ত যায়৷ সেখান থেকে কংগ্রেস নেতৃত্বকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে এদিন প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে যান অধীর৷ এদিন ডিওয়াইএফের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ও মিছিলে ছিলেন৷ মিছিল শুরু হওয়ার আগে পুষ্পস্তবক দিয়ে তিনি শুভেচ্ছা জানান অধীরবাবুকে৷
মনোনয়ন দিতে যাওয়ার আগে অধীর চৌধুরী বলেন, ‘কংগ্রেস পার্টি আমাকে টিকিট দিয়েছে৷ সেই মনোনয়নই আজকে জমা দিলাম৷’ মনোনয়ন ঘিরে মানুষের এত ঢল নিয়ে প্রশ্ন করা হলে, অধীরবাবু বলেন, ‘এই শহরে আমি জন্মেছি৷ বড়ো হয়েছি৷ এই শহরের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক৷ তাদের সঙ্গে আত্মীয়তা, বন্ধুত্ব, ভ্রাতৃত্বের সম্পর্ক৷ ফলে স্বাভাবিকভাবেই আমি মনোনয়নপত্র জমা দিতে গেলে এখানকার মানুষের সমর্থনের প্রকাশ ঘটেছে৷ মুর্শিদাবাদের মানুষের সমর্থন রয়েছে আমাদের সঙ্গে৷ আমাদের মানুষ যে গ্রহণ করেছে, এগুলো তার প্রমাণ৷’