• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আমেরিকার কংগ্রেসে পাশ হল টিকটক নিষিদ্ধ করার বিল

ওয়াশিংটন, ২৩ এপ্রিল– বর্তমানে আমেরিকা-চিন সম্পর্ক প্রায় আদায়-কালকলায়৷ কখনও বাইডেন হুমকী দিচ্ছেন তো কখনও চিনা প্রেসিডেন্ট চোখ রাঙাচ্ছেন আমেরিকাকে৷ এই তিক্ততায় নতুন সংযোজন, চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘টিকটক’ আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করার পথে আরও এক ধাপ এগোল মার্কিন সেনেট৷ প্রেসিডেন্ট জো বাইডেন সরকার দেশের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব

ওয়াশিংটন, ২৩ এপ্রিল– বর্তমানে আমেরিকা-চিন সম্পর্ক প্রায় আদায়-কালকলায়৷ কখনও বাইডেন হুমকী দিচ্ছেন তো কখনও চিনা প্রেসিডেন্ট চোখ রাঙাচ্ছেন আমেরিকাকে৷ এই তিক্ততায় নতুন সংযোজন, চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘টিকটক’ আমেরিকায় পুরোপুরি নিষিদ্ধ করার পথে আরও এক ধাপ এগোল মার্কিন সেনেট৷ প্রেসিডেন্ট জো বাইডেন সরকার দেশের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ করিয়েছে৷ দেশের নিরাপত্তার কারণে টিকটক ও তার স্বত্বাধিকারী চিনা সংস্থা ‘বাইটড্যান্স’-এর বিরুদ্ধে এই পদক্ষেপ বলে হাউসে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে৷ কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হওয়ার পরে এই প্রস্তাব কার্যকর হলে আমেরিকায় থেকে কেউই আর টিকটক ও তার স্বত্বাধিকারী সংস্থার সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবেন না৷ ‘বাইটড্যান্স’-এর সঙ্গেও কোনও রকম ব্যবসায়িক লেনদেন করতে পারবে না আমেরিকার কোনও সংস্থা৷
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে সরকারি কর্মচারীদের চিনা অ্যাপ টিকটক ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকার সেনেট৷ টিকটক বাতিল করার আইন পাশ করে জানানো হয়েছিল, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই ওই পদক্ষেপ৷ তাৎপর্যপূর্ণ ভাবে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের পাশাপাশি বিরোধী রিপাবলিকান হাউস সদস্যেরাও বাইডেন সরকারের ওই বিল সমর্থন করেছেন৷ বিলটি পাশ হয়, ৩৬০-৫৮ ভোটের ব্যবধানে৷