জামিন নাকোচ, ৭৫ হাজার টাকা জরিমানা করল দিল্লি হাইকোর্টের
দিল্লি, ২২ এপ্রিল– কোর্টে ফের মুখ পুড়ল দিল্লির আপ সরকারের৷ সোমবার দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনই শুধু খারিজ করল না তারসঙ্গে আবেদনকারীকে ৭৫ হাজার টাকার জরিমানাও করেছে৷
‘অ-সাধারণ অন্তর্বর্তী জামিন’ চেয়ে একটি জনস্বার্থ আবেদন করা করা হয়েছিল হাইকোর্টে৷ আর্জিতে বলা হয়েছিল, কেজরিওয়ালকে যেন তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সব মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়৷ সেই জামিনের আবেদনই এদিন খারিজ করে দিল দিল্লি হাইকোট৷ দিল্লির হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে৷ আর্জিটি একবারেই ভিত্তিহীন জানিয়েই আবেদনকারীকে আর্থিক জরিমানা করেছে আদালত৷ আদালতের যুক্তি এই জনস্বার্থ আবেদনের জন্য অরবিন্দ কেজরিওয়াল আবেদনকারীকে কোনও পাওয়ার অফ অ্যাটর্নিও দেননি তাই এই আবেদন একদম যুক্তি৷
বেঞ্চ বলেছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়ার নামে এই আবেদনটি করেছেন আইন বিষয়ের চতুর্থ বর্ষের এক ছাত্র৷ একজন উচ্চ সরকারি পদে থাকা ব্যক্তিকে এ ধরনের অসাধারণ অন্তর্বর্তী জামিন দেওয়া যায় না৷ আবেদনে ছাত্র জানিয়েছে, তিহার জেলে অসংখ্য দাগি অপরাধী সাজা কাটছে৷ তাদের মধ্যে বোমা বিস্ফোরণ, ধর্ষণ-খুন, ডাকাতির মামলার অপরাধীরাও আছে৷ এ রকম পরিবেশে অরবিন্দ কেজরিওয়ালের প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে৷ অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন আবেদনকারীকে বলেন, আপনি কি রোজ আইন কলেজের ক্লাস অ্যাটেন্ড করেন? মনে হয় না৷ কেননা আপনি আইনের মূল নীতি-আদর্শের কিছুই বোঝেন না৷ আদালত বিস্ময় প্রকাশ করে বলেছে, আবেদনকারী পার্সোনাল বন্ডে কেজরিওয়ালের মুক্তির দাবি জানিয়েছেন৷ শুধু তাই নয়, তদন্তে মুখ্যমন্ত্রী কোনও প্রভাব খাটাবেন না বলে ওই ব্যক্তি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে প্রস্তুত বলে জানিয়েছেন৷ কিন্তু যার কাছে কেজরিওয়ালের তরফে কোনও স্বীকারপত্র দেওয়া হয়নি৷ তাহলে তিনি তার তরফে কি করে কেজরির দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতিবদ্ধতা জানান?