• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কর্মীদের উজ্জীবিত করতেই পুলিশকে শাসানি অগ্নিমিত্রার

অভিষেক রায়, খড়গপুর, ১৯ এপ্রিল– ঘটনাক্রম এক, স্থান -খড়গপুর টাউন থানা৷ রামনবমীর মিছিলে পুলিশের বিধি নিষেধ আরোপকে কেন্দ্র করে থানার সামনে রাস্তায় ধর্ণা অবস্থানে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল৷ প্রকাশ্যেই থানার আইসিকে শাসালেন৷ এরপরে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গেও জডি়য়ে পড়লেন উত্তপ্ত বাদানুবাদে৷ শেষে মিছিলে কিছুটা রিলাক্সেশন আদায় করার প্রতিশ্রুতি আদায় করে নিয়ে ফিরলেন নিজের কর্মসূচিতে৷

অভিষেক রায়, খড়গপুর, ১৯ এপ্রিল– ঘটনাক্রম এক, স্থান -খড়গপুর টাউন থানা৷ রামনবমীর মিছিলে পুলিশের বিধি নিষেধ আরোপকে কেন্দ্র করে থানার সামনে রাস্তায় ধর্ণা অবস্থানে বসলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল৷ প্রকাশ্যেই থানার আইসিকে শাসালেন৷ এরপরে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গেও জডি়য়ে পড়লেন উত্তপ্ত বাদানুবাদে৷ শেষে মিছিলে কিছুটা রিলাক্সেশন আদায় করার প্রতিশ্রুতি আদায় করে নিয়ে ফিরলেন নিজের কর্মসূচিতে৷

ঘটনাক্রম ২, স্থান – মেদিনীপুর কোতোয়ালী থানা৷ মঞ্চে দাঁডি়য়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে বিজেপি৷ সেই বক্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে কোতোয়ালি থানায় যান অগ্নিমিত্রা৷ ডিউটি অফিসার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করতে চাননি৷ থানা থেকে বেরিয়ে এসে ফের থানার সামনে অবস্থানে বসে যান বিজেপি প্রার্থী৷ অতি উৎসাহী কয়েকজন বিজেপি কর্মী থানার দরজায় তালাও লাগিয়ে দেন৷ শেষে আধিকারিকদের হস্তক্ষেপে অভিযোগ দায়ের করেন অগ্নিমিত্রা৷ এখানেও আইসির সঙ্গে তুমুল বাদানুবাদে জডি়য়ে পডে়ন অগ্নিমিত্রা৷ তাকে আঙ্গুল উচিয়ে আইসিকে শাসাতে দেখা যায়৷
ঘটনাক্রম তিন, স্থান – এগরা৷ রাত সাডে় নটায় রামনবমীর মিছিলে হামলার খবর শুনে গভীর রাতে এগরায় পৌঁছে যান অগ্নিমিত্রা৷ হামলার ঘটনায় ধৃত চার বিজেপি কর্মীর মুক্তির দাবিতে এগরা কাঁথি রাজ্য সড়ক অবরোধ শুরু করেন৷ ভোর সাতটা অবধি অবরোধ চলে৷ শেষে বিজেপি কর্মীদের ছেডে় দেওয়া হলে অবরোধ তুলে নেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল৷
খড়গপুর, মেদিনীপুর, এগরা একের পর এক ঘটনায় অগ্নিমিত্রাকে দেখা গিয়েছে পুলিশের বিরুদ্ধে আক্রমণাত্মক রূপে৷ এই চেহারা এর আগে মেদিনীপুরের জনগণ কখনোই দেখেননি৷ কপি বুক ক্রিকেট না খেলে প্রথম বল থেকেই অগ্নিমিত্রা পাল পুরোপুরি আন অর্থোডক্স৷ দিলীপ ঘোষ নানাভাবে দলীয় কর্মীদের উজ্জীবিত করেছিলেন৷ ২০১৬ সালে বিধানসভার প্রার্থী হিসেবে মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দিলীপের নেতৃত্বে গভীর রাতে খড়গপুর টাউন থানায় ধর্ণায় বসেন বিজেপি কর্মীরা৷ কিন্ত্ত সেই দিলীপকেও কেউ কখনো পুলিশের সামনে আক্রমণাত্মক মেজাজে দেখেননি৷ কিন্ত্ত প্রকাশ্যেই অগ্নিমিত্রা সরাসরি পুলিশকে আক্রমণ করছেন৷ পুলিশকে নিয়ে মানুষের মধ্যে জমে থাকা ভয় তিনি কাটানোর চেষ্টা করছেন৷ তৃণমূল কংগ্রেস পুলিশকে ব্যবহার করেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে৷ সেই জায়গাটাতেই ধাক্কা দিয়েছেন অগ্নিমিত্রা৷ পুলিশের প্রতি অগ্নিমিত্রার এই ব্যবহার নিয়ে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলে আসছেন বিজেপির প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস নয় রাজ্যের পুলিশ৷ আরো ভালো করে বললে পুলিশের একাংশ৷ সেই ‘চটিচাটা পুলিশ’কেই চাঁদমারি করেছেন অগ্নিমিত্রা৷ পুলিশকে অগ্নিমিত্রার এই আক্রমণ প্রসঙ্গে তৃণমূল নেতা দেবাশীষ চৌধুরী বলেন, বিজেপি প্রার্থীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ উনি কেন এই পথ অবলম্বন করছেন জানিনা৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন, দিলীপ ঘোষের বিকল্প অগ্নিমিত্রার মধ্যে খুঁজে পেয়েছেন কর্মীরা৷ দিলীপ ঘোষ সরে যাওয়ার পর অনেক কর্মী হতাশায় ভুগছিলেন৷ তারা উজ্জীবিত বোধ করছেন৷ কর্মীরা আক্রান্ত হলে অগ্নিমিত্রা যে ছেডে় কথা বলবেন না, এই বার্তা কর্মীদের কাছে পৌঁছে গিয়েছে৷ তিনি যে চুপ করে থাকার পাত্রী নন সেই বার্তাও পরিষ্কারভাবে দিয়েছেন অগ্নিমিত্রা৷