বার্লিন– আগামী জুন–জুলাইয়ে ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলবে জার্মানি৷ গুঞ্জন ছিল ইউরো শেষেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেবেন ইউলিয়ান নাগলসমান, ফিরবেন সাবেক ঠিকানা বায়ার্ন মিউনিখে৷ তবে গুঞ্জন উড়িয়ে জার্মানি জাতীয় দলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাগলসমান৷ জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৩৬ বছর বয়সী এ কোচ৷
ডিএফবির সঙ্গে চুক্তি নবায়নের পর নাগলসমান বলেছেন, ‘সিদ্ধান্তটা হূদয় থেকে নিয়েছি৷ জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে পারা এবং দেশের সেরা খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের৷ দারুণ পারফর্ম করে সাফল্য পাওয়ার মাধ্যমে পুরো দেশকে অনুপ্রাণিত করার সুযোগ আমাদের আছে৷’
গত বছরের সেপ্টেম্বরে হানসি ফ্লিককে বরখাস্ত করে নাগলসমানকে দায়িত্ব দেয় ডিএফবি৷ প্রাথমিকভাবে ফেডারেশনের সঙ্গে ২০২৪ ইউরো পর্যন্ত চুক্তি ছিল৷ তাঁর অধীনে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে জার্মানি৷ জিতেছে ৩টি, হেরেছে ২টি ও ড্র করেছে ১টি ম্যাচ৷ ৩ জয়ের মধ্যে সর্বশেষ ২টি আবার দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে৷
সেটাই নাগলসমানকে ক্রুস– নয়ার–মুলার–হাভার্টজদের সঙ্গে থেকে যেতে অনুপ্রাণিত করেছে, ‘মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দুটি সত্যিই আমাকে ছুঁয়ে গেছে৷ আমরা নিজেদের মাঠে সাফল্যমণ্ডিত ইউরো খেলতে চাই৷ আমি এখন সেদিকেই তাকিয়ে আছি এবং (এরপর) আমার কোচিং দলকে নিয়ে বিশ্বকাপ চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় থাকব৷’
বারবার চোটে পড়ার কারণে মাত্র ২০ বছর বয়সে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেন নাগলমান৷ এরপর ঝুঁকে পড়েন কোচিংয়ে৷ শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে তাঁর কোচিংয়ে হাতেখড়ি হয় টিএসজি হফেনহাইমকে দিয়ে৷ জার্মান বুন্দেসলিগার ক্লাবটিতে ৪ বছর দায়িত্বে ছিলেন৷
২০১৯ সালে হফেনহাইম ছেড়ে লাইপজিগের কোচ হন নাগলসমান৷ তাঁর অধীনেই লাইপজিগ ২০১৯–২০ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠে৷ পরের মৌসুমে জার্মান কাপে হয় রানারআপ৷ দুই মৌসুম দায়িত্বে থেকে দুবারই দলকে বুন্দেসলিগা পয়েন্ট তালিকার শীর্ষ তিনে রাখতে সক্ষম হন৷ কম বাজেটের দল নিয়েও লাইপজিগকে সাফল্য এনে দেওয়ায় বিশ্ব ফুটবলে নাগলসমানের সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে৷
২০২১ সালে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ হন নাগলসমান৷ মাত্র ২ মৌসুমেই বায়ার্নকে জেতান ৩টি শিরোপা৷ সময়টা ভালোই যাচ্ছিল৷ কিন্ত্ত জার্মানির শীর্ষ দৈনিক বিল্ডের বায়ার্ন মিউনিখ প্রতিনিধি লিনা ভুরজেনবার্গারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই সবকিছু ওলট–পালট হয়ে যায়৷ খবর বের হয়, ভুরজেনবার্গার নাকি বায়ার্নের ড্রেসিংরুমের তথ্য বাইরে পাচার করেন৷ শেষ পর্যন্ত গত বছরের মার্চে নাগলসমানকে ছাঁটাই করে বায়ার্ন৷ ধারণা করা হয়, সাংবাদিক প্রেমিকা ভুরজেনবার্গারের কারণেই বায়ার্নের চাকরি হারাতে হয় তাঁকে৷
এরপর চেলসি, পিএসজি, টটেনহামসহ বেশ কয়েকটি ক্লাব নাগলসমানের প্রতি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেন তিনি৷ নতুন দায়িত্ব বুঝে পেয়েই বেশকিছু বদল আনেন নাগলসমান৷ জাতীয় দলে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ার প্রথা ভেঙে সত্যিকার অর্থেই ফর্মে থাকাদের সুযোগ দিতে থাকেন৷ মাত্র ৬ ম্যাচেই ৩১ ফুটবলারকে খেলানো সেটারই প্রমাণ৷
এ মৌসুমে বুন্দেসলিগা পয়েন্ট তালিকার তিনে থাকা স্টুটগার্টের ক্রিস ফুহরিখ, মাক্সিমিলিয়ান মিটলস্টাট, ডেনিজ উনডাভ, ভালডেমার আন্তন, জশা ভাগনোমানদের মতো অচেনা জাতীয় দলে খেলার সুযোগ দেন নাগলসমান৷ এ ছাড়া হফেনহাইমের মাক্স বিয়ার, হাইডেনহাইমের ইয়ান–নিকলাস বেস্তেকেও তিনি স্কোয়াডে রাখেন৷ বায়ার লেভারকুসেনের হয়ে বুন্দেসলিগা জেতা ফ্লোরিয়ান ভির্টৎসকেও স্বাধীনভাবে খেলার সুযোগ দিয়েছেন নাগলসমান৷ তবে তিনি সবচেয়ে বড় চমকটা দিয়েছেন টনি ক্রুসকে অবসর ভেঙে ফেরায় ভূমিকা রেখে৷
ফ্লিকের অধীনে জার্মানি যে দুঃসময় পার করেছে, সেখান থেকে দলকে এত অল্প সময়েই এক সুতোয় বাঁধতে পারাটাই হয়তো ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নাগলসমানের চুক্তি বাড়াতে ডিএফবিকে আগ্রহী
করে তুলেছে৷