নিজস্ব প্রতিনিধি– ভোট প্রক্রিয়ার মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা৷ মে মাসের প্রথম সপ্তাহেই হতে পারে মাধ্যমিকের ফল প্রকাশ৷ ওদিকে প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও৷ সরকারি অনুমোদনের অপেক্ষায় উচ্চমাধ্যমিকের ফল৷
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে৷ অন্যদিকে, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের জন্য প্রস্তুত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও৷ সংসদ সূত্রে জানা গিয়েছে, সরকারি অনুমোদন পাওয়া মাত্রই, অনলাইনে ফল প্রকাশ করে দেওয়া হবে৷ মাধ্যমিকের ফল প্রকাশের বিষয় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে৷ ৯০ দিনের মধ্যে মাধ্যমিক ফল প্রকাশ করে দেওয়া হবে৷’
অন্যদিকে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘আমাদের সমস্ত নম্বর জমা পডে় গিয়েছে৷ অনলাইনে নম্বর জমা হওয়ার কারণে যখন চাইব, তখনই ফল প্রকাশ করে দিতে পারব৷ আমরা শিক্ষা দফতরকে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি৷ সরকারি অনুমোদন পেলেই, আমরা সঙ্গে সঙ্গে ফল প্রকাশ করে দিতে পারব৷’ সংসদ সভাপতি আরও জানিয়েছেন, প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে৷ তার ৭ থেকে ১০ দিন পরে মার্কশিট, সার্টিফিকেট বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে৷
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত৷ পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে৷ যে সময়সীমা শেষ হচ্ছে আগামী ১২ মে৷ সূত্রের খবর, তার আগেই মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হতে পারে৷
অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ৷ জানা গিয়েছে, ৮ লক্ষ পরীক্ষার্থীর ৬টি করে বিষয়, অর্থাৎ সব মিলিয়ে সংসদের কাছে প্রায় ৫০ লক্ষ নম্বর জমা পডে় গিয়েছে৷ এখন শুধুমাত্র সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে উচ্চমাধ্যমিকের ফলাফল৷