• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিজেপি ক্যাডারের মতো কাজ কমিশনের: মমতা

নিজস্ব প্রতিনিধি — উত্তরবঙ্গের তিন জেলা যখন লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণের জন্য উত্তাল হয়ে উঠেছে, ঠিক সেই সময় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভামঞ্চ থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন নেত্রী৷ বললেন, বাংলায় নির্বাচন কমিশন বিজেপির ক্যাডারের মতো কাজ করছে৷ একই সঙ্গে

নিজস্ব প্রতিনিধি — উত্তরবঙ্গের তিন জেলা যখন লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণের জন্য উত্তাল হয়ে উঠেছে, ঠিক সেই সময় দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সু্প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভামঞ্চ থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন নেত্রী৷ বললেন, বাংলায় নির্বাচন কমিশন বিজেপির ক্যাডারের মতো কাজ করছে৷ একই সঙ্গে চব্বিশের লোকসভা ভোটের পরে ‘ইন্ডিয়া জোট’ -এর জেতার সম্ভাবনাকে উজ্জ্বল করে তুললেন৷
শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া সভামঞ্চ থেকে মমতা বলেন, উত্তরবঙ্গে দুষ্টুমি হচ্ছে, খবর পাচ্ছি৷ কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করা হচ্ছে, বলেও অভিযোগ করেন তিনি৷ তবে তিনি যে কেন্দ্রীয় বাহিনীর বিপক্ষে নয়, সেকথা বোঝাতে মমতা বলেন, কেন্দ্রীয় বাহিনীকে আমি ভালোবাসি, আমি ওদের বিরুদ্ধে নয়৷ কিন্ত্ত বিজেপির অঙ্গুলিহেলনে রাজ করছে নির্বাচন কমিশন৷ এরপর কমিশনকে নিশানা করে মমতা বলেন, আমি একটা কথা নির্বাচন কমিশনের কানে পেঁৗছতে চাই৷ মমতা প্রশ্ন তোলেন, উত্তরবঙ্গের ভোটে কেন শুধুই কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হচ্ছে৷ রাজ্য পুলিশ বা নিরাপত্তাবাহিনীকে কাজে লাগানো হচ্ছে না৷ তা হলে আমরা কী করে বলব যে, পক্ষপাতহীন ভোট হচ্ছে৷

এদিন নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা বিদায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককেও নিশানা করেন মমতা৷ বলেন, নির্বাচন হচ্ছে ছোট স্বরাষ্ট্রমন্ত্রীর৷ আর ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে কে, একা কেন্দ্রীয় বাহিনী৷ এদিন তৃণমূল সুপ্রিমো হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি সব প্রমাণ পেয়ে গিয়েছি৷ ভোট লুট হলে, শেষ পর্যন্ত লড়ে যাব৷ বাংলাতে তৃণমূল একাই বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করেন নেত্রী৷ তাঁর কথায়, বাংলায় বিজেপির দালাল সিপিএম-কংগ্রেস৷

তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ‘ইন্ডিয়া জোট’-এর প্রসঙ্গ ইতিবাচকভাবে তুুলে ধরেন৷ মুর্শিদাবাদের সভামঞ্চ থেকে মমতা বলেন, দিল্লিতে জোট ভোট মিটে যাওয়ার পরে হবে৷ কিন্ত্ত বাংলায় কোনও জোট নেই৷ এখানে বাম-ক‌েংগ্রসকে ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা৷ তবে কেন্দ্রে জোট সরকার ক্ষমতায় এলে যে তৃণমূলই নেত্ৃত্ব দেবে, সেকথা শুক্রবার নিশ্চিত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷