দিল্লি, ১৮ এপ্রিল – শুক্রবার দেশজুড়ে শুরু হচ্ছে ১৮ তম লোকসভা নির্বাচন৷ তবে ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েকদিন আগেই ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে৷ আবেদনকারীদের বক্তব্য, ভিভিপ্যাটের তথ্য ও ইভিএমে পড়া ভোটের মধ্যে পার্থক্যের বহু অভিযোগ ওঠে৷ শীর্ষ আদালত ইভিএম প্রসঙ্গে জানায়, এটা অত্যন্ত গুরুতর বিষয়৷ এই বক্তব্যের দুদিন পরেই কমিশনকে ইভিএম খতিয়ে দেখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ অবাধ এবং স্বচ্ছ ভোটের স্বার্থে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলল সুপ্রিম কোর্ট৷ ভিভিপ্যাট পদ্ধতির মাধ্যমে কাগজের স্লিপ-সহ বৈদু্যতিন ইভিএম-এ পাওয়া ভোটের ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে একটি আবেদনের শুনানির সময় বৃহস্পতিবার এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ৷
ভিভিপ্যাট-ইভিএম ইসু্যতে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার মহড়া ভোটে বিজেপির পক্ষে অতিরিক্ত ভোট পড়ার বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করে দিল৷ এই অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত৷ বৃহস্পতিবার বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ নির্বাচন কমিশনকে এই মৌখিক আদেশ দেয়৷
প্রসঙ্গত, ইভিএম এবং ভিভিপ্যাটের ভোটার স্লিপ মিলিয়ে দেখার দাবি অনেক দিনের৷ ইভিএমের ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জিতে মামলা দায়ের হয় শীর্ষ আদালতে৷ মঙ্গলবার এই মামলার শুনানিও হয়৷ তার মধ্যেই কেরলের কাসারগোড় কেন্দ্রের চারটি ইভিএমে ‘কারচুপি’ নিয়ে অভিযোগ ওঠে৷ বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চে ভিভিপ্যাট-ইভিএম মিলিয়ে দেখার মামলার শুনানির সময়েই এই অভিযোগ আনেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের আইনজীবী৷ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই অভিযোগ আনেন তিনি৷
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাসারগড় কেন্দ্রে ইভিএমের কার্যকারিতা খতিয়ে দেখার জন্য মহড়া ভোট করা হয়৷ সেই সময় ধরা পড়ে, বিজেপির পক্ষে অস্বাভাবিক বেশি ভোট পড়েছে৷
সেই নিয়ে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে কেরলের লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট ও ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট৷ ভিভিপ্যাট মিলিয়ে দেখার মামলায় বৃহস্পতিবার শুনানি চলাকালীন এই অভিযোগ আনা হয় সুপ্রিম কোর্টে৷ সেই সময়েই দুই বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে কমিশনকে নির্দেশ দেন, এই অভিযোগ খতিয়ে দেখতে হবে৷
দুই বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার পর্যবেক্ষণে বলেছে, ‘নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা রক্ষা করতে হবে৷ কারও মনে যেন আশঙ্কা তৈরি না হয় যে, যা উচিত তা করা হচ্ছে না৷’ প্রসঙ্গত, ইভিএমে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া হল কিনা, ভিভিপ্যাট স্লিপের মাধ্যমে তা পর্যবেক্ষণ করার সুযোগ রয়েছে ভোটারের৷ কিন্ত্ত অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের অভিযোগ, প্রতিটি বিধানসভায় ২০০টি ভিভিপ্যাট মেশিন থাকলেও পাঁচটির বেশি গণনাই করা হয় না৷
সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার শুনানিতে এপিডিআরের আইনজীবী বৃহস্পতিবার বলেন, ‘ভিভিপ্যাট স্লিপ সংগ্রহ করে ব্যালট বাক্সে ফেলার সুযোগ দেওয়া উচিত ভোটারদের৷ জালিয়াতির সম্ভাবনা আটকাতে প্রতিটি ভিভিপ্যাট স্লিপ গণনা করা উচিত৷’ সংস্থার আর এক আইনজীবী প্রশান্ত ভূষণ বুধবার এই মামলার শুনানিতে জানিয়েছিলেন, ইউরোপের অধিকাংশ দেশই ইভিএমের বদলে ব্যালটে ভোট করাতে শুরু করেছে৷ ফলে ভারতেও ব্যালটে ফিরে যাওয়া যেতে পারে, অথবা ভিভিপ্যাট স্লিপ ভোটারদের হাতে দেওয়া হোক৷ তারা সেটি ব্যালট বাক্সে জমা করবেন৷
কিন্ত্ত এই ব্যবস্থায় ভোটারের পছন্দের গোপনীয়তা রাখার গণতান্ত্রিক অধিকার বজায় থাকবে কিনা তা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলেন বিচারপতি খান্না৷ আবেদনকারী পক্ষ তখন জানায়, সেই সাংবিধানিক অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে নির্বাচন কমিশনকেই৷ প্রশান্তের মন্তব্য, ‘গোপনীয়তার সঙ্গে কোনও আপস করা হবে না৷’ কিন্ত্ত কমিশনের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যেক ভোটারকে ভিভিপ্যাট স্লিপ দেখতে দিলে গোপনীয়তা রক্ষা করা ঝুঁকি হয়ে যাবে৷
ভিভিপ্যাট প্রিন্টারে কোনও সফ্টওয়্যার আছে কিনা দুই বিচারপতির বেঞ্চ তা নিয়ে প্রশ্ন করলে, নির্বাচন কমিশন নেতিবাচক জবাব দেয়৷ কমিশনের আইনজীবী বলেন, ‘প্রতিটি ভিভিপ্যাটে একটি চার মেগাবাইটের ফ্ল্যাশ মেমরি থাকে যা প্রতীক সংরক্ষণ করে৷’ জানান, রিটার্নিং অফিসার প্রতি ভোটারের ভোটদানের আগে ইলেকট্রনিক ব্যালট প্রস্তুত করেন, যা প্রতীক লোডিং ইউনিটে লোড করা হয়৷ আইনজীবী মনিন্দরের কথায়, ‘এটি একটি সিরিয়াল নম্বর৷ প্রার্থীর নাম এবং প্রতীক দেবে৷ কিছুই আগে থেকে লোড করা হয় না৷ ডেটা নয়, এটি আসলে ইমেজ ফরম্যাট৷’
প্রসঙ্গত, ভারতে ইভিএম-এ ভোট নিয়ে বিরোধী দলগুলির অভিযোগ দীর্ঘদিনের৷ ইউরোপীয় এবং উন্নত দেশগুলির অনেক জায়গাতেই এখনও পুরনো ব্যালট প্রথায় ভোট হয়ে থাকে৷ ইভিএম দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হলেও ভারতের নির্বাচন কমিশন পরবর্তীকালে ভিভিপ্যাট সিস্টেম চালু করে৷ ভিভিপ্যাট ব্যবস্থায় ভোটার দেখতে পান তাঁর দেওয়া ভোটটি ঠিক জায়গায় পডে়ছে কিনা৷
ভিভিপ্যাটে বেরনো কাগজের টুকরোটি গোপনে রক্ষা করা হয়৷ ইভিএম কারচুপির কোনও অভিযোগ উঠলে তবেই তা গোনার রীতি চালু আছে৷ এপিডিআর এবং সমাজকর্মী অরুণ আগরওয়ালের আর্জি ভোটপ্রক্রিয়াকে নিশ্চিত করার জন্য ভিভিপ্যাটের সমস্ত স্লিপ গোনার পদ্ধতি চালু হোক৷