মুম্বই, ১৬ এপ্রিল: মুম্বই পুলিশের বড়সড় সাফল্য। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে দুজনের হদিশ মিলল। অবশেষে বলিউড মেগাস্টার সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। ধৃতদের নাম ভিকি গুপ্তা ও সাগর পাল। আজ, সাত সকালে গুজরাটের ভুজ শহর থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পিছনের রহস্য উদ্ধার করতে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাইবে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
জানা গিয়েছে, গুজরাটের ভুজ শহরে এই দুই আততায়ীকে সনাক্ত করে পুলিশ। এই দুজনেই গত ১৪ এপ্রিল ভোর পাঁচটা নাগাদ সলমন খানের বান্দ্রার গ্যালাক্সি এপার্টমেন্টের বাইরের অংশে কমপক্ষে চারটি গুলি ছোঁড়ে বলে পুলিশের অনুমান। গতকাল সোমবার সকালে নবি মুম্বইয়ের পুলিশ দুষ্কৃতীদের ব্যবহৃত মোটর বাইকের সঙ্গে জড়িত দুই সন্দেহভাজনকে আটক করে। যে বাইকটিতে রায়গড়ের একটি রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যায়। পুলিশের উদ্ধার করা সিসিটিভি ফুটেজ থেকে বাইকের নম্বর প্লেটে সেই রেজিস্ট্রেশন নম্বরের হদিশ পাওয়া যায়। পরে জানা যায়, দুষ্কৃতীরা বাইকটি কারও কাছ থেকে হয় কিনেছিল, হারিয়ে গিয়েছিল বা চুরি করেছিল। মুম্বই পুলিশ ১৫ জনের একটি তদন্তকারী দল গঠন করেছে।