• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অধরা সৌদি যুবরাজের স্বপ্ননগরী!

মরুভূমির মাঝে আস্ত এক স্বপ্নের নগরী৷ ধু ধু বালির মধ্যে কৃত্রিম ঝর্না, সমুদ্র, পাহাড়, কী নেই! আধুনিক এই জনপদ তৈরি শেষ হলে সেখানে বাস করতে পারবেন ৯০ লক্ষ মানুষ৷ জনপদে কোনও রাস্তা থাকবে না৷ চলবে না গাডি়৷ দোকান, বাজার থাকবে পাঁচ মিনিটের দূরত্বে৷ ড্রোন, রোবট, ভোলোকপ্টার জিনিসপত্র পৌঁছে দেবে৷ গোটা জনপদে আলো জ্বলবে, যান, যন্ত্র

মরুভূমির মাঝে আস্ত এক স্বপ্নের নগরী৷ ধু ধু বালির মধ্যে কৃত্রিম ঝর্না, সমুদ্র, পাহাড়, কী নেই! আধুনিক এই জনপদ তৈরি শেষ হলে সেখানে বাস করতে পারবেন ৯০ লক্ষ মানুষ৷ জনপদে কোনও রাস্তা থাকবে না৷ চলবে না গাডি়৷ দোকান, বাজার থাকবে পাঁচ মিনিটের দূরত্বে৷ ড্রোন, রোবট, ভোলোকপ্টার জিনিসপত্র পৌঁছে দেবে৷ গোটা জনপদে আলো জ্বলবে, যান, যন্ত্র চলবে পুনর্ব্যবহারযোগ্য শক্তির মাধ্যমে৷ মরুভূমিতে এমনিতে বৃষ্টির দেখা মেলে না৷ তবে নিওমে মেঘ তৈরির জন্য যন্ত্র থাকবে৷ প্রয়োজন মতো বৃষ্টি উৎপন্ন করা হবে৷ আকাশে সব সময়ই থাকবে কৃত্রিম চাঁদের আলো৷ সৌদি আরবে তৈরি হওয়ার কথা সেই নিওম (এনইওএম) জনপদ৷ সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সেই স্বপ্ন নগরীর নির্মাণের কাজ নাকি থমকে যেতে পারে যে কোনও সময়৷
কারণ মানবিধকার কর্মীদের বিরোধ৷ প্রতিবাদ জানাচ্ছেন পরিবেশকর্মীরা৷ তবে বাধা-প্রতিবাদেরও আগে অন্য একটি কারণে বন্ধ হয়ে যেতে পারে প্রকল্প৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই আধুনিক প্রকল্প রূপায়ণের মতো যথেষ্ট প্রযুক্তিই নাকি এখনও নেই৷ বিজ্ঞাপনী ভিডিয়োতে দেখানো হয়েছে যে, এই জনপদে কোনও গাডি় চলবে না৷ দূষণের মাত্রা হবে শূন্য৷ অথচ বাসিন্দারা গন্তব্যে পৌঁছবেন পাঁচ মিনিটে৷ বিজ্ঞানীরা মনে করছেন, এত আধুনিক প্রযুক্তি এখনও তৈরি হয়নি সৌদি আরবে৷ অনেকেই মনে করছেন, যুবরাজের ভাবনার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই৷
সৌদি প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, মাইলের পর মাইল ফাঁকা মরূভূমিতেই তৈরি করা হচ্ছে নিওম প্রকল্প৷ কিন্ত্ত বাস্তবে ছবিটা ভিন্ন৷ অভিযোগ, যেখানে প্রকল্প তৈরি করা হচ্ছে, সেখানে বাস ছিল হুয়াইতাত জনজাতির৷ ওই প্রকল্পের কারণে জোর করে সরিয়ে দেওয়া হয়েছে সেই জনজাতির মানুষদের৷
অভিযোগ, উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন জনজাতির মানুষজন৷ প্রশাসন ধরপাকড় চালায়৷ এক প্রতিবাদীর মৃতু্যও হয়েছে৷ এই নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলিও৷ নিওম জনপদে থাকবে রাষ্ট্রের কড়া নজরদারি৷ আনাচকানাচে থাকবে সিসি ক্যামেরা৷ একাংশের দাবি, এর ফলে বাসিন্দাদের ব্যক্তিগত অধিকার লঙ্ঘিত হতে পারে৷ উন্নত প্রযুক্তির কারণে তাঁদের ব্যক্তিগত তথ্যও রাষ্ট্রের কাছে ফাঁস হয়ে যেতে পারে৷
আবার পরিবেশবিদেরা বলছেন, নিওমের কারণে স্থানীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে৷ মরুভূমির এই পথ দিয়ে যাতায়াত করে পরিযায়ী পাখিরা৷ বহুতল গডে় উঠলে তারা পথ ভুল করতে পারে৷ রিপোর্ট বলছে, প্রতি বছর শরৎকালে ইউরোপ থেকে আফ্রিকা যায় প্রায় ১০০ প্রজাতির ২১০ কোটি পরিযায়ী পাখি৷ সৌদি প্রশাসনের দাবি, এই জনপদে কার্বন নিঃসরণ হবে শূন্য৷ তবে বিজ্ঞানীরা বলছেন, এমনটা আজকের পৃথিবীতে দাঁডি়য়ে সম্ভব নয়৷ তা ছাড়া বিশাল এই আধুনিক জনপদ তৈরি করতে গেলে এমনিতেই প্রচুর পরিমাণে কার্বন নিঃসরণ হবে৷ দাবি, ১৮০ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড নিঃসৃত হতে পারে, যা প্রকৃতির যথেষ্ট ক্ষতি করবে৷মরুভূমির মাঝে তৈরি হবে জনপদ৷ জলের জোগান থাকবে সীমিত৷ আবহাওয়া থাকবে চরম৷ এই আবহে নিওম জনপদে বসবাসের খরচ প্রচুর হতে চলেছে৷
যদিও এ সব আশঙ্কাকে মোটেও গুরুত্ব দিতে রাজি নন যুবরাজ৷ সমস্ত অভিযোগ নস্যাৎ করে প্রশাসন দাবি করছে, এ বছরের শেষেই জনপদের কিছু অংশে বসবাস শুরু করা যাবে৷ ১৪ হাজার ২০০ বর্গমাইল জুডে় গডে় উঠতে চলেছে সেই আধুনিক শহর৷ তার মধ্যে থাকছে ১২টি প্রকল্প৷ দুনিয়ার সব থেকে বড় ভাসমান পরিকাঠামো, সিহর্স আকৃতির দ্বীপ, যেখানে থাকবে বিলাসবহুল রিসর্ট, বন্দর, পাহাডে়র খাঁজে হোটেল, বহুতল৷ তৈরি হবে প্রযুক্তি হাব৷ রিপোর্ট বলছে, প্রকল্পগুলির খরচ ৫০,০০০ কোটি ডলার থেকে এক লক্ষ কোটি ডলার হতে পারে৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪১ লক্ষ কোটি টাকা থেকে ৮২ লক্ষ কোটি টাকা৷