লখনউ, ১৫ এপ্রিল– যোগীরাজ্য উত্তরপ্রদেশে নির্মীয়মাণ বিল্ডিং ভেঙে মৃতু্য হল ২ জনের৷ এই দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে৷ রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরে৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ জানা গিয়েছে, রবিবার রাতে মুজফ্ফরপুরের ওই ‘অভিশপ্ত’ নির্মীয়মাণ বহুতলে কাজ করছিলেন শ্রমিকরা৷ তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি৷ বিপদ বুঝতে পেরে পালানোর চেষ্টা করেন শ্রমিকরা৷ তবে তার আগেই শ্রমিকদের গায়ের উপর আছড়ে পড়ে বহুতলটি৷ চাপা পড়ে ঘটনাস্থলেই মৃতু্য হয় ২ জনের৷ সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা৷ কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় পুলিশ ও দমকল বিভাগ৷ রাতভর উদ্ধারকাজ চলার পর উদ্ধার করা হয় দুই শ্রমিকের মৃতদেহ৷ পাশাপাশি ১৭ জন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে৷ পাশাপাশি এখনও চলছে উদ্ধারকাজ৷ এদিকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি৷ তদন্তে নেমে ইতিমধ্যেই ঠিকাদার-সহ দু’জনকে আটক করেছে পুলিশ৷