• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

১৫ দফা প্রতিশ্রুতি মীনাক্ষীদের

নিজস্ব প্রতিনিধি— মীনাক্ষী মুখোপাধ্যায় সহ লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএমের পাঁচ মহিলা প্রার্থীকে সামনে রেখে ‘লেডিজ় স্পেশাল’ ঘোষণা করল সিপিএম৷ ১৫ দফা ঘোষণায় বলা হয়েছে, সিপিএম প্রার্থীরা যেখানে নির্বাচিত হবেন, সেই কেন্দ্রগুলিতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে৷ মণিপুর, হাথরস, উন্নাও থেকে সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে আলাদা গুরুত্ব আরোপ করা হল মেয়েদের আত্মরক্ষার বিষয়ে৷ প্রতিশ্রুতির মূল অংশ

নিজস্ব প্রতিনিধি— মীনাক্ষী মুখোপাধ্যায় সহ লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএমের পাঁচ মহিলা প্রার্থীকে সামনে রেখে ‘লেডিজ় স্পেশাল’ ঘোষণা করল সিপিএম৷ ১৫ দফা ঘোষণায় বলা হয়েছে, সিপিএম প্রার্থীরা যেখানে নির্বাচিত হবেন, সেই কেন্দ্রগুলিতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে৷ মণিপুর, হাথরস, উন্নাও থেকে সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে আলাদা গুরুত্ব আরোপ করা হল মেয়েদের আত্মরক্ষার বিষয়ে৷

প্রতিশ্রুতির মূল অংশ দু’টি৷ এক, গডে় তোলা হবে মহিলা আত্মরক্ষা সমিতি৷ দুই, গডে় তোলা হবে মহিলা আত্মমর্যাদা কেন্দ্র৷ সিপিএমের তরফে ঘোষণা করা হয়েছে, গার্হস্থ্য হিংসা, যৌন হেনস্থার মতো বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করবে মহিলা আত্মরক্ষা সমিতি৷ মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেবে তারা, গডে় তোলা হবে মার্শাল আর্টের প্রশিক্ষণ কেন্দ্র৷ রবিবারের সাংবাদিক সম্মেলনে মীনাক্ষী বলেন, ‘একজন মহিলার মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যা যা দরকার, যে মৌলিক বিষয়গুলি নিশ্চিত হওয়া উচিত, আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে সেই কাজগুলিতেই অগ্রাধিকার দেবেন৷’ সিপিএম তাদের ঘোষণাপত্রে জানিয়েছে, দলের প্রার্থীরা সাংসদ হিসেবে নির্বাচিত হলে সাংসদ তহবিলের এক-তৃতীয়াংশ টাকা শুধুমাত্র মহিলাদের জন্যই খরচ করা হবে৷ ‘মহিলা আত্মমর্যাদা কেন্দ্র’ শীর্ষক অংশে বলা হয়েছে, ঋতুকালীন মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ, স্বনির্ভর করে তোলার জন্য সমবায় গডে় তোলার মতো বিবিধ বিষয়ের কথা৷ ঘোষণাপত্রে সিপিএম দাবি করেছে, তাদের পার্টির প্রার্থীরা নির্বাচিত হলে ২০২৪ সালের মধ্যেই মহিলা আত্মমর্যাদা কেন্দ্র গডে় তোলা হবে৷ নির্যাতিতাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আলাদাভাবে তুলে ধরা হয়েছে সিপিএমের ঘোষণাপত্রে৷ এবিষয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘সিপিএম নিজেরাও জানে ভোটে জিতবে না৷ প্রচারে ভেসে থাকার জন্য কিছু চটকদারি কথা বলেছে৷’