• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ইজরায়েল-বিরোধী ভাষণে ভারতীয় বংশোদ্ভূত যুবতী গ্রেফতার আমেরিকায়

ওয়াশিংটন, ১৩ এপ্রিল– সন্ত্রাসবাদী হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক যুবতীকে গ্রেফতার করল আমেরিকার পুলিশ৷ ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের মেয়রকে তিনি খুনের হুমকি দেন বলে অভিযোগ৷ গত বুধবার শহরের কাউন্সিল বৈঠকে ২৮ বছরের ঋদ্ধি প্যাটেল নামে ওই মহিলা ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়ে কাউন্সিল কোনও প্রস্তাব গ্রহণ না করায় তিনি মেয়র এবং কাউন্সিল সদস্যদের উদ্দেশ করে বলেন, আমরা আপনাদের

ওয়াশিংটন, ১৩ এপ্রিল– সন্ত্রাসবাদী হুমকি দেওয়ার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক যুবতীকে গ্রেফতার করল আমেরিকার পুলিশ৷ ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের মেয়রকে তিনি খুনের হুমকি দেন বলে অভিযোগ৷ গত বুধবার শহরের কাউন্সিল বৈঠকে ২৮ বছরের ঋদ্ধি প্যাটেল নামে ওই মহিলা ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়ে কাউন্সিল কোনও প্রস্তাব গ্রহণ না করায় তিনি মেয়র এবং কাউন্সিল সদস্যদের উদ্দেশ করে বলেন, আমরা আপনাদের খুন করব৷
তিনি তাঁর বক্তব্য বলার সময় গাজায় ইজরায়েলি হানাদারি নিয়ে কাউন্সিল যুদ্ধবিরতির প্রস্তাব না নেওয়ার বিরোধিতা করছিলেন৷ এছাড়াও আমেরিকার সরকারি ভবনগুলির বাইরে ইজরায়েল-বিরোধী আন্দোলনের ভয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সমালোচনাও করেন৷ তিনি তাঁর বক্তব্যে মহাত্মা গান্ধির তুলনাও টেনে আনেন৷ ইজরায়েল-বিরোধী প্রস্তাব গ্রহণ না করায় ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, ওঃ যিশু খ্রিস্ট যদি এইসব কাউন্সিল সদস্যকে খতম করে দিতে পারতেন তাহলে বেশ হতো৷ তাঁর বক্তব্যের ভিডিও আমেরিকায় ভাইরাল হয়ে গিয়েছে৷ যদিও তার আগেই গ্রেফতার করা হয় ঋদ্ধিকে৷ ঋদ্ধি ভাষণে বলেন, আপনারা সকলে ভয়ঙ্কর ধরনের মানুষ৷ কারও কোনও ভ্রূক্ষেপ পর্যন্ত নেই৷ প্যালেস্তাইন অথবা অন্যান্য দেশে কীভাবে দমনপীড়ন চলছে তা নিয়ে আপনাদের কোনও মাথাব্যথাই নেই! এমনকী এখানেও যে দমনপীড়ন চলছে, তা নিয়েও আপনাদের মতো মানুষ গুরুত্ব দিচ্ছেন না, বলেন ঋদ্ধি৷ ইজরায়েল-বিরোধী বিক্ষোভ দমিয়ে রাখতে চাইছে পুলিশ৷ এর জন্য বিভিন্ন সরকারি ভবনের নিরাপত্তা কঠোর করা হয়েছে৷ তা নিয়েও মুখর হন ঋদ্ধি৷ বলেন, আপনারা যাঁরা বেকার্সফিল্ডের মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন গান্ধীকে নাচানাচি করেন এবং চৈত্র নবরাত্রিতে ছুটি পালন করেন৷ তাঁদের মনে করিয়ে দিতে চাই, তেমনই পৃথিবীর আরেক কোণায় বসবাসকারী মানুষও নিপীড়নকারীদের বিরুদ্ধে হিংসাত্মক বিপ্লব চালিয়ে যাচ্ছে৷ আমি বিশ্বাস করি, একদিন না একদিন কেউ একটা গিলোটিন নিয়ে আসবেন এবং আপনাদের সকলকে খুন করবে৷