• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শর্তসাপেক্ষে পয়লা বৈশাখ পালনে ছাড় কমিশনের, থাকতে পারবেন না নেতা-মন্ত্রীরা

নিজস্ব প্রতিনিধি– লোকসভা নির্বাচন আবহে দেশের সর্বত্রই আদর্শ আচরণ বিধি বজায় রয়েছে৷ পয়লা বৈশাখ প্রথমবারের মতো রাজ্যে পালন হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস৷ ১ বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য অনুমতি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ বাংলা নববর্ষের দিন বিকালে রবীন্দ্রসদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারি অনুষ্ঠান হবে৷ অনুষ্ঠানের আয়োজন করছে তথ্য ও সংস্কৃতি দফতর৷ প্রধান অতিথি হিসাবে

নিজস্ব প্রতিনিধি– লোকসভা নির্বাচন আবহে দেশের সর্বত্রই আদর্শ আচরণ বিধি বজায় রয়েছে৷ পয়লা বৈশাখ প্রথমবারের মতো রাজ্যে পালন হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস৷ ১ বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য অনুমতি দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ বাংলা নববর্ষের দিন বিকালে রবীন্দ্রসদনের সামনে ক্যাথিড্রাল রোডে সরকারি অনুষ্ঠান হবে৷ অনুষ্ঠানের আয়োজন করছে তথ্য ও সংস্কৃতি দফতর৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা৷ লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের অন্য মন্ত্রীরা৷ এছাড়াও এই অনুষ্ঠানে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকতে পারবেন না৷ গত বছর অগাস্ট মাসে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মান্যতা দেয় রাজ্য বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি৷ রাজ্য সরকার এনিয়ে বিধানসভায় প্রস্তাবও পাস করিয়ে নেয়৷ প্রতি বছর সরকারি নিয়মে এই দিনটি ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের জন্য সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়৷ একই সঙ্গে সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি পরিবেশনের কথা বলা হয় ওই বিজ্ঞপ্তিতে৷ এর আগে কেন্দ্রীয় সরকার ২০ জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে ঘোষণা করলেও ঐতিহাসিক কারণে ওই দিনটি নিয়ে আপত্তি তোলে রাজ্য৷ ২০ জুন রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস৷ যদিও তাতে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সাফ দাবি, এইদিনে বাংলা ভাগ করা হয়৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কারও সঙ্গে কোনও আলোচনা ছাড়া এই দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে চিহ্নিত করেছে৷ এরপরই পশ্চিমবঙ্গের প্রকৃত প্রতিষ্ঠা দিবস কবে হওয়া উচিত, এই প্রশ্নে বিধানসভায় একটা কমিটিও তৈরি করা হয়৷ যে কমিটি ইতিমধ্যে তাদের রিপোর্টে জানায় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হওয়া উচিত পয়লা বৈশাখ৷ বিধানসভার কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করতেই রাজ্য সরকার একটি সর্বদলীয় বৈঠক ডাকে৷ সেই বৈঠকে বুদ্ধিজীবী, সমাজসেবী সহ সমাজের বিশিষ্টজনদের ডাকা হয়৷ তাঁদের কাছে পশ্চিমবঙ্গ দিবস কবে হওয়া উচিত, তা নিয়ে বক্তব্য রাখতে বলা হয়৷ বেশিরভাগজনই জানান, ১ বৈশাখই এই দিবস পালন করা উচিত৷ অনেকেই বলেন, ২০ জুনের রক্তাক্ত ইতিহাস রয়েছে৷ সেদিন বাংলা ভাগ হয়েছিল৷ তাই এই দিনটিকে কোনওভাবেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত নয়৷