নিজস্ব প্রতিনিধি— বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে বিজেপির আইটি সেলকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার কোচবিহারের দিনহাটার নির্বাচনী মঞ্চ থেকে মমতা বলেন, বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডের দুই অভিযুক্তকে দু’ঘন্টার মধ্যে ধরে দিয়েছি আমরা৷ তারপরেও বাংলার নামে কুৎসা করা হচ্ছে৷ বলছে, বাংলা নাকি সেফ নয়৷ উল্লেখ্য, গত মার্চ মাসের ১ তারিখে, বেঙ্গালুরু রামেশ্বরমে ক্যাফেতে আইইডি বিস্ফোরণে হয়েছিল, আহত কমপক্ষে এগারো জন৷ মূল অভিযুক্ত মুজাম্মিল শরিফকে পুলিশ গ্রেফতার করলেও বেঙ্গালুরু হামলার সঙ্গে যুক্ত বাকি দুজনের খোঁজ মিলছিল না৷ শুক্রবার ভোরে রাজ্য পুলিশের সহযোগিতায় এনআইএ-এর একটি দল কাঁথি থেকে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় বাকি দুই অভিযুক্ত আব্দুল মাথিন তহ্বা ও মুসাভির হুসেন সাজিবকে গ্রেফতার করে৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির মিডিয়া সেলের আহ্বায়ক অমিত মালব্য মন্তব্য করেন, বাংলা সন্ত্রাসবাদীদের জন্য নিরাপদ জায়গা৷ বিজেপি নেতার এই মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে যায়৷ এরপর সোশ্যাল মিডিয়ার তরফে টু্যইট করে অমিত মালব্যর দাবি খারিজ করে দেওয়া হয়৷ শুক্রবার দিনহাটার মঞ্চ থেকে এই বিষয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের একজন ফোড়নবাজ রয়েছে৷ সে বলছে, বাংলা নাকি নিরাপদ জায়গা নয়৷ মমতা প্রশ্ন তোলেন, উত্তরপ্রদেশ সেফ? বাংলার পুলিশ বেঙ্গালুরু কাণ্ডে অভিযুক্তদের দু’ঘন্টার মধ্যে এনআইএ-এর হাতে তুলে দিল৷ তারপরেও বাংলার বিরুদ্ধে কুৎসা চালানো হচ্ছে৷ বিজেপির কাজ বোঝাতে মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচিতে বিএসএফ -এর গুলি কাণ্ডের প্রসঙ্গ তোলেন৷ তিনি বলেন, শীতলকুচিতে গুলি করে সংখ্যালঘুদের হত্যা করেছিল বিজেপি৷