নিজস্ব প্রতিনিধি – নির্বাচনের মুখে রাজনৈতিক বাকযুদ্ধ অব্যাহত৷ এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মানহানি মামলার আইনি নোটিশ পাঠালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক৷ বৃহস্পতিবার পার্থ ভৌমিক এক্স বার্তায় এই বিষয়টি প্রকাশ্যে এনে খোলসা করেন৷ আইনি নোটিশে উল্লেখিত হয়েছে, পার্থ ভৌমিক নৈহাটি বিধানসভার তিন বারের বিধায়ক এবং মন্ত্রী৷ শুধু তাই নয় নাট্য অভিনেতা হিসেবে তাঁর বেশ নামডাক আছে৷ তাঁর সেই ‘ইমেজ’ ক্ষুণ্ণ হয়েছে শুভেন্দুর মন্তব্যে৷ এমনকি তাঁর সামাজিক ক্ষতিও হয়েছে বলে দাবি করা হচ্ছে৷ তিনি এইবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী, তাই এই বিষয়ের গুরুত্ব তুলে ধরে দাবি করেছেন যে, শুভেন্দুর মন্তব্য ভোটে নেতিবাচক প্রভাব ফেলতে পারে৷ আগামী পাঁচ দিনের মধ্যে শুভেন্দুর বক্তব্যের জন্য সামাজিকভাবে ক্ষমা চাওয়ার দাবি করা হয়েছে৷
তবে এমন কি বলেছিলেন শুভেন্দু অধিকারী? বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাহাডে়র শিক্ষক-নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিক-সহ রাজ্যের দুজন মন্ত্রীর প্রত্যক্ষ যোগাযোগের অভিযোগ করেন শুভেন্দু৷ প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি তথা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) প্রধান অনীত থাপার উদ্দেশেও তোপ দেগেছেন তিনি৷