• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রথম দফায় ভোট দিতে পুলিশকর্মীদের ছুটি মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচনের প্রথম দফার আর বেশি দিন বাকি নেই৷ ১৯ এপ্রিল এই রাজ্যে প্রথম দফার ভোট৷ এই রাজ্যের প্রথম দফার ভোট হচ্ছে তিনটি জেলায়৷ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুডি়৷ পুলিশকর্মীরাও এই ভোট যজ্ঞে অংশগ্রহণ করবেন৷ যদিও কর্মসূত্রে অনেক পুলিশ কর্মীই তাঁদের নির্বাচনী কেন্দ্র থেকে দূরে কোনও জেলায় বাস করেন৷ এই সমস্ত বিষয়কেই মাথায় রেখেই

নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচনের প্রথম দফার আর বেশি দিন বাকি নেই৷ ১৯ এপ্রিল এই রাজ্যে প্রথম দফার ভোট৷ এই রাজ্যের প্রথম দফার ভোট হচ্ছে তিনটি জেলায়৷ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুডি়৷ পুলিশকর্মীরাও এই ভোট যজ্ঞে অংশগ্রহণ করবেন৷ যদিও কর্মসূত্রে অনেক পুলিশ কর্মীই তাঁদের নির্বাচনী কেন্দ্র থেকে দূরে কোনও জেলায় বাস করেন৷ এই সমস্ত বিষয়কেই মাথায় রেখেই আসন্ন লোকসভা ভোটের প্রথম দফায় কলকাতা পুলিশে কর্মরত যে সমস্ত পুলিশকর্মীরা ওই সমস্ত জেলার (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুডি়) বাসিন্দা কিন্ত্ত কর্মসূত্রে কলকাতায় রয়েছেন তাঁদের ক্ষেত্রে জারি হল এক নির্দেশিকা৷ যে নির্দেশিকাতে বলা হয়েছে, যে সমস্ত পুলিশ কর্মীদের ওই সমস্ত জেলাতে বাডি় কিন্ত্ত কর্মসূত্রে তাঁরা কলকাতায় রয়েছেন, তাঁদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করতে ইচ্ছুক পুলিশকর্মীরা ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ছুটি নিতে পারবেন৷ এর জন্য তাঁদের আবেদন জানাতে হবে৷ ১৭ এপ্রিল তাঁদের আবার কাজে যোগদান করতে হবে৷