• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

স্টক কেনাবেচায় ডিপফেক জালিয়াতি সতর্ক করল জাতীয় স্টক এক্সচেঞ্জ

দিল্লি, ১১ এপ্রিল— বর্তমানে প্রতারণার অন্যতম শক্তিশালী হাতিয়ার ডিপফেক প্রযুক্তি৷ যা দিয়ে মুহূর্তে বদলে দেওয়া যায় একজনের পরিচয়৷ এই প্রযুক্তির হাত থেকে রক্ষা পাননি অভিনেত্রী রশ্মিকা মন্ধানা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ এবার এই প্রযুক্তিতে প্রতারণার ফাঁদ৷ সেই প্রতারণা থেকে জনসাধারণকে বাঁচাতে সতর্ক করল জাতীয় স্টক এক্সচেঞ্জ৷ বুধবার লগ্নিকারীদের উদ্দেশে বলা হয়েছে, সংস্থার সিইও আশিস কুমার

দিল্লি, ১১ এপ্রিল— বর্তমানে প্রতারণার অন্যতম শক্তিশালী হাতিয়ার ডিপফেক প্রযুক্তি৷ যা দিয়ে মুহূর্তে বদলে দেওয়া যায় একজনের পরিচয়৷ এই প্রযুক্তির হাত থেকে রক্ষা পাননি অভিনেত্রী রশ্মিকা মন্ধানা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ এবার এই প্রযুক্তিতে প্রতারণার ফাঁদ৷ সেই প্রতারণা থেকে জনসাধারণকে বাঁচাতে সতর্ক করল জাতীয় স্টক এক্সচেঞ্জ৷

বুধবার লগ্নিকারীদের উদ্দেশে বলা হয়েছে, সংস্থার সিইও আশিস কুমার চৌহানের কণ্ঠস্বর ব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি করা হয়েছে৷ আর সেই ভিডিও তুলে ধরে দেওয়া হচ্ছে স্টকের পাঠ৷ অর্থাৎ কোন স্টক ভালো, কিংবা কোন স্টকে লগ্নি করা উচিত, এসব বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে৷ এতটাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যে শুনে বোঝার উপায় নেই যে তা সিইও-র গলা নয়৷ ফলে তাঁর গলার উপর বিশ্বাস করে অনেকেরই সেই সব স্টকে লগ্নি করার আগ্রহ তৈরি হচ্ছে৷ কিন্ত্ত এক্সচেঞ্জের তরফে জানানো হয়েছে, তারা এমন কোনও ভিডিও কিংবা অডিও দেখার পরামর্শ দেয়নি৷ অর্থাৎ পুরোটাই ভুয়ো৷ আর এই ফাঁদে পা দিয়ে যেন কেউ লগ্নি করে না বসেন৷ তাহলেই লোকসানের মুখে পড়তে হতে পারে৷

তবে ডিপফেক ব্যবহার করে স্টক সংক্রান্ত পরামর্শ দেওয়ার মতো জালিয়াতির ঘটনা এই প্রথম নয়৷ এর আগে গত জানুয়ারিতে এ নিয়ে সতর্ক করেছিল আইসিআইসিআই প্রুডেনশিয়াল৷ এবার জাতীয় স্টক এক্সচেঞ্জও লগ্নিকারীদের আগাম সতর্কবার্তা দিয়ে রাখল৷