• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সৌরভ ও রিঙ্কুরা কলকাতায় পুজো দিলেন কালীঘাটে

নিজস্ব প্রতিনিধি— বাংলার নববর্ষ পয়লা বৈশাখ৷ রবিবার ইডেনে নববর্ষের দিনে ক্রিকেট প্রেমীরা উপভোগ করবেন কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের খেলা৷ শ্রেয়স আইয়ারের নাইট রাইডার্স পর পর তিনটে ম্যাচ জয়ের পরে চেন্নাই সুপার কিংসের কাছে হার স্বীকার করতে হয়৷ বাংলায় নববর্ষের উৎসবে মেজাজে নাইট রাইডার্সের খেলোয়াড়রা কলকাতায় পেঁৗছেই কালীঘাটে পুজো দিতে ছুটে যান৷ একই

নিজস্ব প্রতিনিধি— বাংলার নববর্ষ পয়লা বৈশাখ৷ রবিবার ইডেনে নববর্ষের দিনে ক্রিকেট প্রেমীরা উপভোগ করবেন কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের খেলা৷ শ্রেয়স আইয়ারের নাইট রাইডার্স পর পর তিনটে ম্যাচ জয়ের পরে চেন্নাই সুপার কিংসের কাছে হার স্বীকার করতে হয়৷ বাংলায় নববর্ষের উৎসবে মেজাজে নাইট রাইডার্সের খেলোয়াড়রা কলকাতায় পেঁৗছেই কালীঘাটে পুজো দিতে ছুটে যান৷ একই সঙ্গে ঈদের শুভেচ্ছা জানাতেও ভুল করেননি৷

বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিতে গিয়েছিলেন কলকাতার ৪ তারকা ক্রিকেটার৷ ছিলেন রিঙ্কু সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তী৷ গর্ভগৃহে প্রবেশ করে পুরোহিতের মন্ত্রপাঠের মধ্যে দিয়ে মায়ের পুজো দিলেন৷ পুজো শেষে পুরোহিত খেলোয়াড়দের কপালে তিলক কেটে দিলেন৷ হয়তো আশীর্বাদ করলে দলের জয়ের জন্য৷ গত বছর কলকাতা অধিনায়ক নীতীশ রানা ও চন্দ্রকান্ত পণ্ডিত কালীঘাট মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে৷ অন্যদিকে কেকেআরের পক্ষ থেকে স্যোশাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা জানানো হয়৷ সব মিলিয়ে বলতে পারা যায় লখনউয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে নাইটের খেলোয়াড়রা বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন৷ চলতি আইপিএল ক্রিকেটে জয়ের হ্যাটট্রিকের পরে চেন্নাইয়ের কাছে হারটা কিছুতেই মেনে নিতে পারেননি৷ এই মুহূর্তে ৬ পয়েন্ট নিয়ে কলকাতা দল দ্বিতীয় স্থানে রয়েছে৷

কলকাতার দর্শকরা অপেক্ষায় রয়েছেন লখনউয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল কেমন খেলবে সেই ভাবনাতেই৷ এই দলে আন্দ্রে রাসেলের মতোন দুরন্ত ক্রিকেটার রয়েছেন৷ তিনি যখন তখন দাপটের সঙ্গে ব্যাট করে থাকেন৷ কখন যে তিনি হুঙ্কার দেবেন তা কখনও প্রতিপক্ষ দলের বোলাররা বুঝে উঠতে পারবেন না৷ ইডেন রাসেলের কাছে প্রিয় মাঠ৷ তাঁর ব্যাট থেকে যেমন বাউন্ডারি এসেছে তেমনি ওভার বাউন্ডারি মেরে দর্শকদের মাতিয়ে রেখেছেন৷ হয়তো সেই কারণে বেশ কিছু দর্শক মাঠে ছুটে আসবেন বাংলার নববর্ষের দিনে৷ শুধু আন্দ্রে রাসেল নয় এখন ঝোড়ো ব্যাটিংয়ে রিঙ্কু সিংয়ের ওস্তাদিপনা দেখবার জন্য অপেক্ষায় থাকবেন৷ তাঁর ব্যাট দারুন কথা বলে৷ অনেকেই বলে থাকেন দলের জয় আনবার জন্য রিঙ্কু সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে জানে৷ আবার যে দলে শ্রেয়স আইয়ারের মতো ব্যাটসম্যান থাকে তার কাছ থেকে কিছু আশা করা যেতেই পারে৷ কলকাতা আবার জয়ের সারণিতে ফিরে আসবার জন্য সব রকম রূপরেখা তৈরি করবে৷ গত বুধবার রাজস্থান রয়্যালস তিন উইকেটে হেরে গিয়েছে গুজরাটের কাছে৷ তাই লিগ টেবলে শীর্ষ স্থানে থাকবার জন্য শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স দল বড় চ্যালেঞ্জ ছঁুড়ে দেবে কেএল রাহুলের লখনউয়ের বিরুদ্ধে৷

এদিকে আইপিএল ক্রিকেটে দিল্লি দলের মেন্টর সৌরভ গাঙ্গুলিও পুজো দিতে গিয়েছিলেন কালীঘাট মন্দিরে৷ এবারে দিল্লি দল সেইভাবে নজর কাড়তে পারছে না৷ হয়তো মায়ের কাছে পুজো দিয়ে দলের অবস্থা পরিবর্তন করার জন্য প্রার্থনা করলেন সৌরভ৷ চলতি আইপিএল ক্রিকেটে দিল্লি দল ৫টি ম্যাচ খেলে ফেলেছে৷ তার মধ্যে ঋষভ পন্থের দিল্লি ৪টি ম্যাচে হার স্বীকার করেছে৷ আপাতত লিগ টেবলে দিল্লি দল একেবারে তলানীতে রয়েছে৷ সৌরভ নিজেই দিল্লি দলের জন্য বেশ কিছু ক্রিকেটারকে বাছাই করেছিলেন, তার মধ্যে বাংলার অভিষক পোড়েল রয়েছেন৷ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন ঋষভ৷ দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার পর আবার ফিরে এসেছেন ঋষভ৷ দিল্লির হয়ে তিনি ভালো খেললেও দলের অবস্থা সুখকর নয়৷ এই অবস্থায় দিল্লির প্লে অফে খেলবার রাস্তা কঠিন হয়ে পড়ছে৷