• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আজ জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকায় অভিষেক

অর্ণব সাহা, জলপাইগুড়ি, ১১ এপ্রিল— জলপাইগুডি়তে ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করবেন তিনি৷ জানা গিয়েছে, আকাশপথে ধূপগুড়িতে পৌঁছবেন তৃণমূল নেতা৷ দুপুরে ধূপগুড়ি বিধানসভার ঝুমুরে সভা সেরে তারপর ঝড় বিধ্বস্ত বার্নিশ এলাকায় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের

অর্ণব সাহা, জলপাইগুড়ি, ১১ এপ্রিল— জলপাইগুডি়তে ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে ধূপগুড়িতে সভা করবেন তিনি৷ জানা গিয়েছে, আকাশপথে ধূপগুড়িতে পৌঁছবেন তৃণমূল নেতা৷ দুপুরে ধূপগুড়ি বিধানসভার ঝুমুরে সভা সেরে তারপর ঝড় বিধ্বস্ত বার্নিশ এলাকায় আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, ‘ধূপগুড়ির সভা শেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্নিশ গ্রামে আসবেন৷ বার্নিশ গ্রামপঞ্চায়েতের প্রধানকে বলা হয়েছে ঝড় বিধ্বস্ত এলাকার মানুষদের কোনও একটা জায়গায় নিয়ে আসতে৷ সেখানেই অভিষেক তাঁদের সঙ্গে কথা বলবেন৷ বিকেল চারটে থেকে ৬টা পর্যন্ত অভিষেকের বার্নিশ সফরের জন্য অনুমতি নেওয়া হয়েছে৷ সভা শেষ করেই আমরা প্রার্থীকে নিয়ে বার্নিশে চলে আসব৷’

কয়েক মিনিটের ঝডে় তছনছ হয়ে গিয়েছিল জলপাইগুডি়র বেশ কয়েকটি এলাকা৷ ঘটনার পর জলপাইগুডি়তে নির্বাচনী প্রচারে এসে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঝড়-বিধ্বস্ত এলাকার মানুষরা আশা করেছিলেন তাঁদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী৷ তবে তেমনটা হয়নি৷ মোদি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা না করেই সভা করে ফিরে গিয়েছেন৷ এবার সেই ঝড় বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আসছেন অভিষেকও৷ ঝড় বিধ্বস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন তিনি৷

গত ৩১ মার্চ জলপাইগুড়ি জেলায় আছডে় পডে়ছিল ঝড়৷ জলপাইগুড়ি সদর ও ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে পাঁচজনের মৃতু্য হয়েছিল৷ আহত হয়েছিলেন কয়েকশো মানুষ৷ সেই দিন রাতেই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপর গত ৭ এপ্রিল ধূপগুড়িতে জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর সভাস্থলে হাজির ছিলেন ঝড় কবলিত এলাকার বাসিন্দারা৷ কিন্ত্ত কোনও কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের দেখা হয়নি৷ এই নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানায় শাসক শিবির৷

নরেন্দ্র মোদিকে তোপ দেগে মহুয়া গোপ বলেন, ‘ঝড়ে বিধ্বস্ত এলাকার মানুষদের সঙ্গে কথা বলা তো দূর, তাঁদের সঙ্গে দেখাই করলেন না প্রধানমন্ত্রী৷ আমাদের মুখ্যমন্ত্রী সেদিন রাতেই বার্নিশে এসেছেন৷ ঝড়ে নিহতদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন৷ কিন্ত্ত বিজেপির নেতারা কিছুই করেনি৷ এবার অভিষেক বার্নিশে আসবেন৷ বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির চালসায় আসেন৷ এরপর শুক্রবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার ও কোচবিহারে সভা করবেন৷ পাশাপাশি শনিবার ডাবগ্রাম ফুলবাড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷’