• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত শ্রীনগরের জঙ্গি

শ্রীনগর, ১১ এপ্রিল –  নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত এক জঙ্গি। বৃহস্পতিবার ভোর থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মুরান এলাকায় জঙ্গিদমন অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে পুলওয়ামার ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এর পরেই মুরান এলাকায় প্রবেশ এবং প্রস্থানের সব পথ বন্ধ করে দেওয়া হয়। ভোরবেলায় অভিযান  শুরু হয় । নিরাপত্তাবাহিনী সূত্রে খবর,

শ্রীনগর, ১১ এপ্রিল –  নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত এক জঙ্গি। বৃহস্পতিবার ভোর থেকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার মুরান এলাকায় জঙ্গিদমন অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে পুলওয়ামার ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এর পরেই মুরান এলাকায় প্রবেশ এবং প্রস্থানের সব পথ বন্ধ করে দেওয়া হয়। ভোরবেলায় অভিযান  শুরু হয় ।

নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, এলাকায় তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা  বাহিনী ।  ফ্রাসিপোরায় গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। বৃহস্পতিবার সকালে নিহত জঙ্গির দেহ উদ্ধার করে নিরাপত্তাবাহিনী।

পুলওয়ামার ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান নিরাপত্তা বাহিনীর। তাঁদের খোঁজে তল্লাশি  চলছে। তবে একে অপরকে লক্ষ্য করে গুলি, পাল্টা গুলি বিনিময় থেমেছে। পুলিশ সূত্রে জানা খবর, নিহত জঙ্গির নাম দানিশ। তিনি শ্রীনগরের এল্লাহিবাগের বাসিন্দা। গত মার্চ থেকে নিখোঁজ ছিল। সূত্রের খবর, প্রায় দু’বছর পর নিরাপত্তা বাহিনীর হাতে নিহত শ্রীনগরের কোনও জঙ্গি।