বাইরে গিয়ে আমরা হোটেল বুক করার সময় সবসময়ই চেষ্টা করি যাতে উপরের তলার কোনও ঘর পাওয়া যায়৷ আসলে উপরের বারান্দা বা জানালা দিয়ে সেই স্থানের সেরা দৃশ্যগুলি চোখে পডে়৷ আবার অনেকে আছেন যাঁরা হোটেলের উপরের তলে থাকতে চান না৷ তাঁরা সিঁডি় না ভেঙে একতলাতেই থাকা পছন্দ করেন৷ কিন্ত্ত জানেন কি আপনার পছন্দের দুই শ্রেণিই থাকার জন্য বিশেষ উপযুক্ত নয়৷ বিশেষজ্ঞদের পরামর্শ যে, হোটেলের প্রথম তল এবং চতুর্থ তলে ঘর নেওয়া উচিত নয়৷ এই পরামর্শের পিছনে কিন্তু যথেষ্ট যুক্তি আছে৷ আসলে এর পিছনেও রয়েছে একটি গুরুত্বপূর্ণ কারণ৷ চলুন তাহলে সেই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নেওয়া যাক৷
অভিজ্ঞ পর্যটকদের কথা অনেক পর্যটক আছেন যাঁরা বহু দেশ বিদেশ ভ্রমণ করেছেন৷ ফলে বহু হোটেলে থেকেওছেন৷ এঁরা বিভিন্ন দেশ বিদেশের হোটেলে নিরাপত্তার বিষয়টিও ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন৷ অভিজ্ঞতার কারণেই ভ্রমণ সংক্রান্ত বিষয়ে রীতিমতো বিশেষজ্ঞ হয়ে উঠেছেন তাঁরা৷ এমনই একজন বিশেষজ্ঞ হলেন লয়েড ফিগিন্স, যিনি তাঁর ভ্রমণের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করেন৷ তাঁর পরামর্শ অনুসারে, হোটেলের চতুর্থ তলের উপর এবং নীচতলায় কখনও রুম নেওয়া উচিত নয়৷
অভিজ্ঞ ভ্রমণ বিষেশজ্ঞ নালয়েড ফিগিন্সের মতে, হোটেলে রুম বুক করার আগে দেখে নিন সেটি যাতে চতুর্থ তলের উপরে আছে কিনা৷ ভালো করে খোঁজ নিন৷ এর পিছনে দুটি কারণও নাকি রয়েছে৷ লয়েডের দাবি, তাঁর অভিজ্ঞতা বলছে যে, বেশিরভাগ হোটেলেই চার তলার উপরে নিরাপত্তার ব্যাপারে গাফিলতি থাকে৷ বিশেষ করে গাফিতলি থাকে অগ্নি সুরক্ষার ক্ষেত্রে৷
আগুনের ভয়
চতুর্থ তলায় রুম বুক করার পর সেখানে হঠাৎ আগুন লেগে গেলে আটকে পড়ার ভয় থাকে৷ কেউ সিঁডি় দিয়ে নামতে গেলেও বিপদে পড়তে হয়৷ তাই নিজের নিরাপত্তার কথা ভেবেই দ্বিতীয় বা তৃতীয় তলে রুম নেওয়া ভালো৷
চুরির আশঙ্কা
এবার আসা যাক নীচতলার রুমের কথায়৷ লয়েড ফিগিন্সের কথায়, এমনিতে হোটেলগুলির নিরাপত্তা ব্যবস্থা ভালোই থাকে৷ কিন্ত্ত তারপরেও হোটেল থেকে চুরি যায়৷ কোনও কারণে অতিথিকে হোটেলের রেস্তোরাঁ, রিসেপশন বা মিটিং এরিয়ায় একাধিকবার দেখা গেলে বা কেউ যদি অনুমান করেন যে কোনও গ্রাহক বেশ ধনী তখনই নাকি কিছু অসাধু লোক তাঁর খোজ খবর নিতে থাকে৷ সেই ব্যক্তি কোন তলায় থাকেন তা নিয়ে খোঁজ নেয়৷ নীচ তলায় তাঁর ঘর হলে চুরি করতে সুবিধা হয়৷
সবথেকে উপযুক্ত দ্বিতীয় তল:
নিরাপদ যেহেতু নীচতলায় কোনও ঘরে লুকিয়ে থাকা সহজ, সেই কারণেই বেশিরভাগ অসাধু লোক এই জাতীয় ঘরগুলিকে লক্ষ্য করে৷ এর উপরের ঘরগুলিতে চুরি করা কঠিন এবং চুরি করার সময় ধরা পডে় যাওয়ার সম্ভাবনাও বেশি৷ তাই নীচতলায় রুমগুলি এডি়য়ে চলুন৷