• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ম্যাঞ্চেস্টার সিটি ড্র করল মাদ্রিদের সঙ্গে

ম্যাঞ্চেস্টার– উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আদর্শ রাত৷ এই ধরনের ফুটবল দেখার জন্যই হয়তো রাত জেগে থাকেন ফুটবলপ্রেমীরা৷ দুই প্রান্তে সমান ভাবে আক্রমণাত্মক ফুটবলের উদাহরণ দিয়ে গেল রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি৷ যে ম্যাচে নির্ধারিত সময় শেষে ফল ৩-৩৷ ম্যাচের শুরুতেই বের্নার্দো সিলভার বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল৷ ক্রস না করে সরাসরি গোলে বল মারেন

ম্যাঞ্চেস্টার– উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আদর্শ রাত৷ এই ধরনের ফুটবল দেখার জন্যই হয়তো রাত জেগে থাকেন ফুটবলপ্রেমীরা৷ দুই প্রান্তে সমান ভাবে আক্রমণাত্মক ফুটবলের উদাহরণ দিয়ে গেল রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটি৷ যে ম্যাচে নির্ধারিত সময় শেষে ফল ৩-৩৷ ম্যাচের শুরুতেই বের্নার্দো সিলভার বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে এগিয়ে যায় পেপ গুয়ার্দিওলার দল৷ ক্রস না করে সরাসরি গোলে বল মারেন সিলভা৷ যার জন্য তৈরি ছিলেন না মাদ্রিদ গোলরক্ষক লুনিন৷ ১০ মিনিটের পর থেকে ম্যাচের রাশ নিজেদের আয়ত্তে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ৷ ১২ মিনিটে কামাভিঙ্গার দূরপাল্লার শট রুবেন ডায়াসের গায়ে লেগে গোলে ঢুকে যায়৷ তার দু’মিনিট পরেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল৷ প্রথমার্ধ দেখে যাঁরা টিভি বন্ধ করে দিয়েছেন৷ তাঁরা বহু উত্তেজক মুহূর্তের সাক্ষী থাকতে পারলেন না৷

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে ম্যান সিটি৷ বক্সের বাইরে থেকে ৬৬ মিনিটে ফিল ফডেনের বাঁক খাওয়ানো শটে ম্যাচের পরিস্থিতিই পাল্টে যায়৷ ২-২ করে আক্রমণ বাড়ায় সিটি৷ যার ফল ৭১ মিনিটে ইস্কো ভার্দিয়লের দুরন্ত গোল৷ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন ভার্দিয়ল৷ কিন্ত্ত সেই মাঠ যে রিয়ালের দুর্গ৷ সেখান থেকে জিতে ফেরা কি এতটাই সহজ? শেষ বাঁশি না বাজা পর্যন্ত বের্নাবেউয়ে বিপক্ষ দলের জেতা সহজ নয়৷ সেটাই হল৷ ৭৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে ভলি মেরে ৩-৩ করেন ভালভার্দে৷

অন্য দিকে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ঘরের মাঠে ২-২ ড্র করে আর্সেনালও৷ চ্যাম্পিয়ন্স লিগের এটাই চরিত্র৷ দু’টি ম্যাচ ড্র হলেও ফুটবল জিতল এই রাতে৷