নিজস্ব প্রতিনিধি— আইএসএল ফুটবলের প্লে অফ ম্যাচে খেলবার অঙ্কে এখনও অপেক্ষা করছে ইস্টবেঙ্গল৷ রবিবার রাতে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল দুরন্ত জয় (২-১) তুলে নিয়েছে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে৷ আর এই জয়ের ফলে শেষ ৬ খেলার প্রাণশক্তি পেয়ে গেল লাল হলুদ শিবির৷ তবে অঙ্কটা বেশ কঠিন৷ আইএসএল ফুটবলে লিগ টেবলে যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল ২১টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে৷ গোল পার্থক্যে ৬ থাকলেও সেই জায়গায় কার্লোস কোয়াদ্রাতের ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাইয়েন এফসি৷ তারা ২০টি ম্যাচ খেলে ২৪ পয়েন্ট ঘরে তুলে নিয়েছে৷ আবার অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড ২০ ম্যাচ খেলার শেষে তাদের ঝুলিতে ২৩ পয়েন্ট রয়েছে৷ পাঞ্জাবের বিরুদ্ধে জিতলে ইস্টবেঙ্গল লিগের শেষ করবে ২৭ পয়েন্টে৷ অন্য দুটি দল যদি তাদের শেষ দুই ম্যাচে জয় পায় তাহলে ইস্টবেঙ্গলের চেয়ে বেশি পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে৷ সে ক্ষেত্রে ইস্টবেঙ্গলের আর শেষ ৬ যাওয়া সম্ভব হবে না৷ সহজ করে যদি বলা যায় নর্থ ইস্ট ও চেন্নাইয়েনকে ২৭ পয়েন্ট পেলে চলবে না৷ সেক্ষেত্রে তাদের কম পয়েন্ট হলে ইস্টবেঙ্গলের সুবিধা হবে৷ তাই কোনও ভাবেই পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলকে কোনও পয়েন্ট নষ্ট করা চলবে না৷ চেন্নাইয়েন ও নর্থ ইস্ট একে অপরের মুখোমুখি হবে মঙ্গলবার৷ এই ম্যাচটি যদি ড্র হয় এবং চেন্নাইয়েন শেষ ম্যাচে এফসি গোয়াকে হারাতে পারে তাহলে তারা শেষ ছয়ে পেঁৗছানো যাবে না৷ তবে যদি দুই ম্যাচই জিতে যায় তবে কোনও কথাই থাকবে না৷ সরাসরি তার প্লে অফ ম্যাচ খেলবে৷ আবার নর্থ ইস্ট ইউনাটেড শেষ ম্যাচ খেলবে ওড়িশার বিরুদ্ধে৷ সেক্ষেত্রে তারা যদি জিতে যায় পরপর দুটি ম্যাচ তাহলে তারাই প্লে অফে খেলবে৷ একটি জয় ও একটি ড্র হলে তারা সেই সুযোগ পাবে না৷ এই দুই দলে গোলের বিচারে ইস্টবেঙ্গল এগিয়ে৷ তাই ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবেন প্লে অফ ম্যাচে খেলুক তাদের প্রিয় দল৷