• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

অস্ত্রোপচার শেষে নিজের পায়ে দাঁড়ালেন মহম্মদ শামি

নিজস্ব প্রতিনিধি— দীর্ঘদিন চোটের কারণে মহম্মদ শামি পুরোপুরি মাঠের বাইরে৷ বিশ্বকাপ ফাইনালের পরে আর মাঠে নামতে পারেননি শামি৷ এমন কী আইপিএল ক্রিকেটে খেলতে পারছেন না৷ তাঁর পায়ে অস্ত্রোপচার হওয়ার পরে এখন সুস্থ আছেন৷ দু’হাতে ক্রাচ নিয়ে হাঁটাচলা করতেন৷ কিন্ত্ত এবারে নিজের পায়ে দাঁড়াতে পারছেন মহম্মদ শামি৷ তাই তিনি রবিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আগের জীবনে ফিরছি৷

নিজস্ব প্রতিনিধি— দীর্ঘদিন চোটের কারণে মহম্মদ শামি পুরোপুরি মাঠের বাইরে৷ বিশ্বকাপ ফাইনালের পরে আর মাঠে নামতে পারেননি শামি৷ এমন কী আইপিএল ক্রিকেটে খেলতে পারছেন না৷ তাঁর পায়ে অস্ত্রোপচার হওয়ার পরে এখন সুস্থ আছেন৷ দু’হাতে ক্রাচ নিয়ে হাঁটাচলা করতেন৷ কিন্ত্ত এবারে নিজের পায়ে দাঁড়াতে পারছেন মহম্মদ শামি৷ তাই তিনি রবিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আগের জীবনে ফিরছি৷ সাফল্যের জন্যে অপেক্ষায় রয়েছি৷ পথ হয়তো কঠিন৷ তবে লক্ষ্যে আমাকে পেঁৗছাতেই হবে৷

মহম্মদ শামির এই ভাবনায় সতীর্থ ক্রিকেটাররা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছেন৷ গোড়ালির চোটের জন্যে বিশ্বকাপ ক্রিকেটের কয়েকটা ম্যাচ তিনি খেলেননি৷ তখন ব্যথা কমানোর জন্যে ইঞ্জেকশন দিয়েছিলেন৷ পরবর্তী সময়ে লন্ডনে তাঁর পায়ে অস্ত্রোপচার হয়৷ এবারের আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটান্স দলের বোলার মহম্মদ শামি৷ শামিকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বিছনায় শুয়ে থাকতে ক্রিকেটপ্রেমী দেখতে চাননি৷ এবারে নিজের পায়ে শামি হাঁটতে শুরু করেছেন দেখে সবাই খুশি ও উন্নসিত৷ এখন অনেকেই প্রশ্ন করছেন তাহলে কী আগামী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দলে জায়গা করে নেবেন মহম্মদ শামি৷