• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

তোপের মুখে কেকেআর কোচ

নিজস্ব প্রতিনিধি— ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিত সফল হলেও, আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে এখনও তিনি শিরোনামে উঠে আসতে পারেননি৷ ক্রিকেটারদের কাছে সেইভাবে নিজেকে মানিয়ে নিতে পারছেন না৷ অনেক ক্রিকেটাররা তাঁর বিরুদ্ধে কথা বলতেও শুরু করেছেন৷ এমনকি, কেকেআরের প্রাক্তন তারকা ক্রিকেটার ডেভিড উইজা চন্দ্রকান্ত পণ্ডিতকে মিলিটারি কোচ বলে আখ্যা দিয়েছেন৷ আবার হেডস্যার

নিজস্ব প্রতিনিধি— ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিত সফল হলেও, আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে এখনও তিনি শিরোনামে উঠে আসতে পারেননি৷ ক্রিকেটারদের কাছে সেইভাবে নিজেকে মানিয়ে নিতে পারছেন না৷ অনেক ক্রিকেটাররা তাঁর বিরুদ্ধে কথা বলতেও শুরু করেছেন৷ এমনকি, কেকেআরের প্রাক্তন তারকা ক্রিকেটার ডেভিড উইজা চন্দ্রকান্ত পণ্ডিতকে মিলিটারি কোচ বলে আখ্যা দিয়েছেন৷ আবার হেডস্যার পণ্ডিতের বিরুদ্ধে অভিযোগ এনেছেন গৌরব যাদব৷ এবারে দলের অন্যতম ক্রিকেটার আশুতোষ শর্মা অভিযোগ হানলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের বিরুদ্ধে৷ অবশ্য তিনি নাম করে বলেননি৷ কিন্ত্ত ইঙ্গিত দিয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দিকে৷ সেই কারণে পাঞ্জাবের এই ক্রিকেটারের তোপের মুখে রয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত৷

গুজরাত টাইটানসের বিরুদ্ধে আশুতোষ খেলতে নেমে ১৭ বলে ৩১ রান করে সবার নজর কাড়েন৷ সেই আশুতোষ অভিযোগ এনেছেন, একটা সময় কোচই নাকি তাঁকে মাঠে প্রবেশ করতেই দিতেন না৷ কিন্ত্ত জিমে ঘাম ঝরাতেন৷ তারপরই হোটেলে ফিরে গেলে ঘরবন্দি হয়ে যেতেন৷ অবসাদে একটা সময় আশুতোষ ভেবেচিলেন, দল থেকে তিনি চলে যাবেন৷ এই দুঃস্বপ্ন তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল৷ আশুতোষ বুঝতেই পারছিলেন না তাঁর দোষটা কোথায়, তিনি কী করেছেন? কিন্ত্ত কোনও উত্তর খুঁজে পাওয়া যেত না৷ একটা ট্রায়াল ম্যাচে ৪৫ বলে ৯০ রান করেও বাদ পড়তে হয়েছিল৷ মধ্যপ্রদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আশুতোষ প্রথম খেলতে নেমেচিলেন ২০১৮ সালে৷ ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শেষবার আশুতোষ খেলার সুযোগ পেয়েছিলেন৷ তারপর থেকে আর আশুতোষের কোনও জায়গা হচ্ছিল না দলে৷