• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সন্ধ্যা নামলেই বিকট শব্দে লাখ টাকার বাইকের দাপট, অভিযানে নামলো রানাঘাট পুলিশ জেলার পুলিশ

অঙ্কিতা আচার্য, নদিয়া, ৫ এপ্রিল— সন্ধ্যে নামলেই জমজমাট কল্যাণী৷ চায়ের দোকান হোক কিংবা খোলা মাঠ৷ ভিড় জমায় উঠতি যুবক- যুবতীরা৷ রাত যত বাডে় ভিড় বাডে় তত৷ আর সুযোগ পেলেই ঝডে়র গতিতে উডে় বেড়ায় হাই স্পিডের বাইক৷ সঙ্গে বিকট শব্দ৷ কান পাতা দায়৷ সূর্য ডুবলেই হাই স্পিডের বাইকের উপদ্রবে অতিষ্ট কল্যাণীবাসী৷ অবশেষে বাইক অভিযানে পথে নামলেন

অঙ্কিতা আচার্য, নদিয়া, ৫ এপ্রিল— সন্ধ্যে নামলেই জমজমাট কল্যাণী৷ চায়ের দোকান হোক কিংবা খোলা মাঠ৷ ভিড় জমায় উঠতি যুবক- যুবতীরা৷ রাত যত বাডে় ভিড় বাডে় তত৷ আর সুযোগ পেলেই ঝডে়র গতিতে উডে় বেড়ায় হাই স্পিডের বাইক৷ সঙ্গে বিকট শব্দ৷ কান পাতা দায়৷ সূর্য ডুবলেই হাই স্পিডের বাইকের উপদ্রবে অতিষ্ট কল্যাণীবাসী৷ অবশেষে বাইক অভিযানে পথে নামলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ অফিসাররা৷ মিলল সাফল্য৷

কোভিডের পর থেকে কল্যাণী শহরে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে চায়ের ক্যাফে, ফাস্ট ফুডের দোকান৷ বেডে়ছে উত্তর ২৪ পরগনা, হুগলির যুবক-যুবতীদের আনাগোনা৷ সঙ্গে লাখ লাখ টাকার দামী বাইক৷ সূর্য ডুবলেই রীতিমত বাইকের উপদ্রবে হাঁটা কার্যত দুষ্কর হয়ে উঠেছিল কল্যাণীবাসীদের কাছে৷ বিকট শব্ধ করে ঝডে়র গতিতে যেভাবে দামী বাইক নিয়ে চলাচল করত উঠতি যুবকেরা তাতে যে কোনো সময় ঘটত বড়সড় দুর্ঘটনা৷ তার সঙ্গে বাড়ছিল ছিনতাইও৷ অবশেষে পথে নামলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা৷ কল্যাণী শহর জুডে় চলল বাইক অভিযান৷ মিলল সাফল্য৷ থানায় ডেকে রীতিমত পরিবর্তন করানো হল সাইলেন্সার৷

পুলিশ সূত্রে জানা যায়, এক একটি বাইকের দাম লাখ টাকা ছাডি়য়ে৷ বেশিরভাগ বাইক আরোহীদের বয়স ২৫-এর নিচে৷ বিকট শব্দ করে ঝডে়র গতিতে বাইক চালানো নাকি এখন উঠতি যুবকদের কাছে প্যাশন৷ যদিও কল্যাণী শহরে দ্রুত গতিতে বিকট শব্দ করে বাইক চালালেই মিলবে শাস্তি, এমনটাই খবর পুলিশ সূত্রে৷ এই ধরনের বাইক অভিযান আগামী দিনেও চলবে বলে পুলিশ সূত্রে খবর৷