• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রার্থীর হয়ে তীব্র গরমেও ‘লক্ষ্মী’দের অভিনব ভোট প্রচার বর্ধমানের কালনায়

আমিনুর রহমান, বর্ধমান, ৫ এপ্রিল– একদিকে তীব্র গরম, অন্যদিকে ভোটের উত্তাপ৷ তারই মাঝে রোদ গরম উপেক্ষা করে সব দলের প্রার্থীদের প্রচার তুঙ্গে৷ এরই মধ্যে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে প্রচারে নামেন লক্ষ্মীর ভাণ্ডারের ‘লক্ষ্মী’রা৷ তীব্র গরম সত্ত্বেও এদিন বর্ধমান পূর্বের প্রার্থীর সঙ্গে নসরৎপুর, সমুদ্রগড় বাজারের এসটিকেকে রোডে পা মেলান

আমিনুর রহমান, বর্ধমান, ৫ এপ্রিল– একদিকে তীব্র গরম, অন্যদিকে ভোটের উত্তাপ৷ তারই মাঝে রোদ গরম উপেক্ষা করে সব দলের প্রার্থীদের প্রচার তুঙ্গে৷ এরই মধ্যে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সমর্থনে প্রচারে নামেন লক্ষ্মীর ভাণ্ডারের ‘লক্ষ্মী’রা৷ তীব্র গরম সত্ত্বেও এদিন বর্ধমান পূর্বের প্রার্থীর সঙ্গে নসরৎপুর, সমুদ্রগড় বাজারের এসটিকেকে রোডে পা মেলান মহিলারা৷ উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ, ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার পান্ডে প্রমুখ৷ বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশো মহিলাদের উপস্থিতি দেখে আপ্লুত প্রার্থী৷

এদিন সকালে নসরৎপুর রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী৷ সঙ্গে ছিলেন দলের বর্ষীয়ান নেতা স্বপন দেবনাথ৷ মন্দির থেকে বেরিয়ে রাস্তায় আসতেই কয়েকশো মহিলা হাজির হন৷ লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উপকৃত হয়েছেন বলে প্রার্থীকে তারা জানান৷ তাই প্রার্থীর সঙ্গে প্রচারে যেতে চান৷ এরপরই প্রখর রোদে হাটসিমলা এসটিকেকে রোড ধরে প্রার্থীর সঙ্গে স্টেশন বাজার পর্যন্ত প্রচার মিছিলে পা মেলান সকলে৷ প্রচারের মধ্যেই খবর আসে, বড় কোবলা এলাকায় চারটি বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে৷ প্রার্থী অসহায় পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন৷ এরপর সমুদ্রগড় দক্ষিণপাড়ার এক কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন৷ এলাকার তাঁতশিল্পীদের সঙ্গেও কথা বলেন৷ বিকেলে ধাত্রীগ্রাম এলাকায় একটি প্রচার র্যালিতে অংশ নেন, পথসভাও করেন৷ মিছিলে পা মেলানো মহিলারা বলেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছি৷ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করিয়ে পরিবারের সদস্যদের সুস্থ করছি৷ অতীতে কোনওদিন রাজনৈতিক দলের সঙ্গে পা মেলাইনি৷ মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতি কৃতজ্ঞতায় প্রার্থীর হয়ে প্রচারে পা মিলিয়েছি৷ মন্ত্রী বলেন, প্রচণ্ড গরম উপেক্ষা করে প্রচারে যেভাবে সাধারণ মানুষ ও বিশেষ করে মহিলারা প্রচারে অংশ নিচ্ছেন তা সামগ্রিক উন্নয়নের প্রতিফলন৷

প্রার্থীর দাবি যেখানেই যাচ্ছি প্রচুর মহিলা কর্মী-সমর্থক এগিয়ে আসছেন৷ বুঝতে পারছি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রুপশ্রী সহ সরকারি নানা প্রকল্প ঘরে ঘরে পৌছে যাওয়ার ফল৷