• facebook
  • twitter
Friday, 20 September, 2024

মাংসাশী মাছ

হাননান আহসান মাছের কত বাহার৷ কত রঙ৷ কেউ বড়ো, কেউ ছোটো৷ কেউ নদীতে, কেউ সাগরে, আবার পুকুর ডোবায় এরা বাস করে৷ আজ সেইসব মাছদের ভেতর থেকে এক ভয়ঙ্কর মাছের গল্প শোনাব৷ এই মাছের বাস মহাসাগরে৷ নাম ব্লু মার্লিন৷ সামুদ্রিক মাছ৷ গায়ের রঙ, বিশাল আকার আর ওপরে শক্তপোক্ত চোয়াল আছে এদের৷ অন্য মাছদের থেকে সহজেই এদের

হাননান আহসান

মাছের কত বাহার৷ কত রঙ৷ কেউ বড়ো, কেউ ছোটো৷ কেউ নদীতে, কেউ সাগরে, আবার পুকুর ডোবায় এরা বাস করে৷ আজ সেইসব মাছদের ভেতর থেকে এক ভয়ঙ্কর মাছের গল্প শোনাব৷ এই মাছের বাস মহাসাগরে৷ নাম ব্লু মার্লিন৷ সামুদ্রিক মাছ৷ গায়ের রঙ, বিশাল আকার আর ওপরে শক্তপোক্ত চোয়াল আছে এদের৷ অন্য মাছদের থেকে সহজেই এদের আলাদা করে চিনে নেওয়া যায়৷ ব্লু মার্লিং ওজনে অনেক মাছকে হার মানিয়ে দেবে৷ এক একটা বড়ো মাছ প্রায় ৯০০ কিলোগ্রাম ওজনের হয়৷ এত বেশি ওজন হলেও এদের ক্ষিপ্রতা অনেক বেশি৷ মনে হবে, ওজন বেশি তাই এরা ধীরে ধীরে চলাফেরা করে৷ তা কিন্ত্ত নয়৷ এরা দ্রত গতির মাছ৷ মুহূর্তের মধ্যে সাঁতার কেটে অনেক দূরে চলে যেতে পারে৷ একটানা হাজার মাইল পর্যন্ত৷ তবে যে সব আকার ও ওজনের কথা বললাম এগুলো সব মেয়ে ব্লু মার্লিন৷ সবচেয়ে বড়ো আকারের একটা পুরুষ ব্লু মার্লিন মাছ মেয়েদের চার ভাগের একভাগ আকারের হয়৷ আশ্চর্য্য যে, এরা ঘন্টায় প্রায় ৬০ কিমি দৌড়োতে পারে৷ ৬০ কিমি বেগে যেমন একটি গাড়ি ছোটে, তেমন আর কী৷ ব্লু মার্লিন বিশ্বের সবচেয়ে বড়ো ও দ্রুততম মাছগুলোর একটি৷ এদের শরীর কোবাল্ট ব্লু এবং রুপোলি রঙের হয়৷ এই কারণে এই মাছের নাম ব্লু মার্লিন৷ দেখলে বোঝা যাবে এদের ওপরের চোয়াল জোড়া বর্শা-আকৃতির৷ তাই এরা সমুদ্রের অন্যান্য মাছের চেয়ে আলাদা৷ ব্লু মার্লিন মাংসাশী মাছ৷ এরা ছোটো মাছ শিকার করে খায়৷ ব্লু মার্লিনরা চমৎকার শিকারি৷ এরা ডুব দিয়ে মাছ শিকার করে৷ একটি মেয়ে ব্লু মার্লিন ২৭ বছর পর্যন্ত বাঁচে৷ কিন্ত্ত পুরুষ ব্লু মার্লিন বাঁচে ১৮ বছর৷ লম্বায় এরা ১৪ ফুট পর্যন্ত হয়৷ সাধারণত মা ব্লু মার্লিন জলে ডিম পাড়ে৷ না ফোটা পর্যন্ত ডিমগুলো জলে ভাসতে থাকে৷ ভাসতে ভাসতে নানা জায়গায় চলে যায়৷ ডিম ফুটে বাচ্চারা জন্মের পর থেকে তারা জীবনের বেশিরভাগ সময় একা কাটায়৷ একা থাকতে ভালোও বাসে এরা৷ ব্লু মার্লিনের আরেকটা মজার বিষয় হলো, ওরা কখনও ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় না৷ একটা মাছ একা একাই প্রায় পুরো জীবন কাটিয়ে দেয়৷ এমনকী ডিমে তা দেওয়ার সময়েও বাবা মা ওদের পাশে থাকে না৷ এরা স্থল থেকে অনেক দূরে আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ জলে থাকে৷ ব্লু মার্লিন আগেই বলেছি ভয়ঙ্কর মাছ৷ এদের ওপরের চোয়াল বিরাট একটা সরু তরবারির মতো লম্বা৷ যখন মাছ শিকার করে এরা ঐ লম্বা তরবারি দিয়ে এফোঁড়ওফোঁড় করে ছাড়ে৷ বিশাল শরীর নিয়ে সাঁই করে জলের একদম নিচে চলে যায়৷ যেখানে অনেক অনেক স্কুইড, টুনা মাছ আর অন্য মাছদের ঝাঁক আছে৷ ওপরের চোয়াল প্রসারিত করে খপ করে মাছেদের ধরে ধরে পেট পুরে খায় ব্লু মার্লিনরা৷ ব্লু মার্লিনদের খুব প্রিয় সমুদ্রের উপরের পৃষ্ঠের গরম জল৷ এখানেএরা থাকতে ভালোবাসে৷ তাই এরা সবসময় সমুদ্রের ওপরভাগে চলে আসে৷ ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের গরম জলে ওদের হুটোপুটি করতে দেখা যায়৷ গরম বাতাস ও জল ব্লু মার্লিনদের এতই পছন্দ যে ওরা গরম জলে স্রোতের পেছনে ছুটতে হাজার মাইলও অনায়াসে পেরিয়ে যায়৷