• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দিল্লি ম্যাচের আগে শক্তি বাড়ালো মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই— আগামী রবিবার আইপিএল ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে৷ বর্তমানে মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া৷ রোহিত শর্মাকে সরিয়ে দলের অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয় হার্দিকের হাতে৷ এখনও পর্যন্ত হার্দিক পাণ্ডিয়ার মুম্বই দল সেইভাবে নজর কাড়তে পারেনি৷ অবশ্য তার পেছনে খেলোয়াড়দের চোট ও আঘাতের কারণ রয়েছে৷ ইতিমধ্যেই আইসিসি’র ক্রমতালিকায় সেরা ব্যাটসম্যান হিসাবে পয়লা

মুম্বই— আগামী রবিবার আইপিএল ক্রিকেটে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে৷ বর্তমানে মুম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পাণ্ডিয়া৷ রোহিত শর্মাকে সরিয়ে দলের অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয় হার্দিকের হাতে৷ এখনও পর্যন্ত হার্দিক পাণ্ডিয়ার মুম্বই দল সেইভাবে নজর কাড়তে পারেনি৷ অবশ্য তার পেছনে খেলোয়াড়দের চোট ও আঘাতের কারণ রয়েছে৷ ইতিমধ্যেই আইসিসি’র ক্রমতালিকায় সেরা ব্যাটসম্যান হিসাবে পয়লা নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব৷ তিনি দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন৷ সেই কারণে দলের শক্তি অনেকটাই কমে যায়৷ কিন্ত্ত সূর্যকুমার যাদব পুরোপুরি ফিট হয়ে যাবার পরে আবার দলের সঙ্গে যোগ দিয়েছেন যার ফলে দিল্লি ম্যাচের আগে মুম্বই দলের শক্তি বেশ কয়েক ধাপ বেড়ে গেল তা নিয়ে কোনও সন্দেহ নেই৷

শুক্রবার অনুশীলনে নেমেছেন সূর্যকুমার৷ দল মাঠে নামার আগেই প্রায় ১ ঘণ্টা আগে তিনি মাঠে চলে এসেছিলেন৷ নেটে ব্যাট করে বেশ কিছু বড় ছোট শট মারতে দেখা গেল৷ তারপরেই তিনি অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে যেভাবে অনুশীলন করলেন তা স্পষ্ট হয়ে গেল আর কোনও অসুবিধা নেই খেলার জন্য৷ অনুশীলনের মাঝে দলের কোচ মার্ক বাউচার ও ব্যাটিং কোচ কায়রন পোলার্ডের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে সূর্যকুমারকে৷ মনে করা হচ্ছে আগামী রবিবার ওয়াংখেড়ের মাঠে মুম্বই দলের হয়ে ওপেনার হিসাবে দেখা যাবে সূর্যকুমারকে৷

সূর্যকুমার দীর্ঘ তিন মাস মাঠের বাইরে ছিলেন৷ তাঁর হার্নিয়া অপরেশন হয়েছে৷ বোর্ড কোনও রকম ঝঁুকি নিতে চায়নি সূর্যকুমারের ব্যাপারে৷ বেঙ্গারুলুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলেন বেশ কিছুদিন ধরে৷ পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পরেই চিকিৎসকরা জানান, সূর্য এখন খেলার জন্য মাঠে নামতেই পারেন৷ চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পরেই সূর্যকুমার দলে আবার ফিরে আসছেন৷ এদিকে আগামী জুন মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট৷ ওই প্রতিযোগিতায় ভারতীয় দলে অবশ্যই প্রয়োজন রয়েছে সূর্যকুমার যাদবকে৷ টি-২০ ক্রিকেটেতে এই মুহূর্তে পয়লা নম্বর ব্যাটসম্যান তিনি তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ সূর্যকুমারকে মুম্বই দলে পাওয়াতে হার্দিক পাণ্ডিয়ারা অনেকটাই আত্মবিশ্বাসে ভরপূর হয়ে উঠেছেন প্রতিপক্ষ দলকে চ্যালেঞ্জ ছঁুড়ে দেবার জন্য৷