• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পাঞ্জাবকে হারিয়ে জয়ের মুখ দেখতে চায় মোহনবাগান

নিজস্ব প্রতিনিধি— আইএসএল ফুটবলে লিগ ও শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মোহনবাগান সুপারজায়ান্টস এখন লড়াই করে চলেছে৷ তবে ঘরের মাঠে মোহনবাগানকে হার স্বীকার করতে হয় চেন্নাইয়ের বিপক্ষে৷ ওই ম্যাচ ভুলে থাকতে চাইছেন সবুজ-মেরুনের খেলোয়াড়রা৷ শনিবার আবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে নামবে মোহনবাগান পাঞ্জাবের বিরুদ্ধে৷ অবশ্য ওই ম্যাচে স্টেডিয়ামে কোনও দর্শক থাকবে না৷ আবার দলে নেই

নিজস্ব প্রতিনিধি— আইএসএল ফুটবলে লিগ ও শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মোহনবাগান সুপারজায়ান্টস এখন লড়াই করে চলেছে৷ তবে ঘরের মাঠে মোহনবাগানকে হার স্বীকার করতে হয় চেন্নাইয়ের বিপক্ষে৷ ওই ম্যাচ ভুলে থাকতে চাইছেন সবুজ-মেরুনের খেলোয়াড়রা৷ শনিবার আবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলতে নামবে মোহনবাগান পাঞ্জাবের বিরুদ্ধে৷ অবশ্য ওই ম্যাচে স্টেডিয়ামে কোনও দর্শক থাকবে না৷ আবার দলে নেই চোটের কারণে অন্যতম ভরসা ফুটবলার সাহাল৷

কোচ হাবাস অসুস্থ থাকায় তিনি কি পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে হাবাস রিমোট কন্ট্রোল নিয়ে থাকবেন কিনা, এই প্রশ্নটা দেখা দিয়েছে৷ এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান শিবিরে৷ এই ম্যাচে রশিটা ধরবেন অবশ্যই পেত্রাতোস৷ কোচের পরামর্শ মতো তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার জন্য চেষ্টা করবেন৷ দলের কোচ হাবাস মাঠে থাকার অর্থই খেলোয়াড়রা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ওঠেন৷ কোচ মাঠে না থাকাটা যে বিরাট একটা পার্থক্য তৈরি হয় তা দেখতে পাওয়া গিয়েছিল চেন্নাইয়ের বিরুদ্ধে খেলার সময়৷ কোচ হাবাস যদি সুস্থ থাকেন, অবশ্যই তিনি মাঠে দল নিয়ে নামবেন৷

বেশ কিছুদিন মোহনবাগান শিবিরের খেলোয়াড়দের চোট-আঘাতের কারণে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল৷ আনোয়ার আলির চোট ছিল৷ সেই জায়গায় খেলছিলেন দীপেন্দু৷ আপাতত সেই চিন্তা থেকে মোহনবাগান কিছুটা ঘুরে দাঁড়াতে পেরেছে৷ এটা মনে রাখতে হবে, দলের সমর্থকরা সবসময় খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকেন ভালো খেলার জন্য৷ সেই জায়গা থেকে বলতে পারা যায়, মাঠে দর্শকরা থাকবেন না৷ সেই কারণে কিছুটা পিছিয়ে পড়তে হবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মোহনবাগানের খেলোয়াড়দের৷ তবুও পরিস্থিতি কীরকম হবে, তার সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে হবে৷