• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রার্থীর সমর্থনে মহিলা কর্মীদের নিয়ে বৈঠক

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৪ এপ্রিল– লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের দলীয় কার্যালয়ে ব্লকের মহিলা কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক হলো৷ তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা মহিলা সভানেত্রী ড. শিখা দত্ত সেনগুপ্ত ওই কর্মী বৈঠকের পর ডাক দেন৷ উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৪ এপ্রিল– লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের দলীয় কার্যালয়ে ব্লকের মহিলা কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক হলো৷ তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা মহিলা সভানেত্রী ড. শিখা দত্ত সেনগুপ্ত ওই কর্মী বৈঠকের পর ডাক দেন৷ উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জেলা পরিষদের সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা ও ঝর্ণা বেগম শেখ৷ মূলত আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতাতে কী কী করণীয় সে বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন জেলা সভানেত্রী শিখা সেনগুপ্ত৷

জেলা সভানেত্রী শিখা সেনগুপ্ত বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভর করার বিষয়ে সবচেয়ে বেশি নজর দিয়েছেন৷ তাই সকলকে এগিয়ে আসতে হবে৷ প্রত্যেককে নিজের অঞ্চল, নিজের গ্রাম, নিজের পাড়ায় বাডি় বাডি় পৌঁছে যেতে হবে৷ বিধায়ক অলোক মাঝি বলেন বিধান সভা নির্বাচনের মত লোকসভা নির্বাচনেও দলীয় প্রার্থী শর্মিলা সরকারকে বিপুল ভোট জেতাতে হবে আর তারজন্য তিনি মহিলাদের এগিয়ে আসার কথা বলেন৷ একই সঙ্গে মেহেমুদ খান বলেন বিধানসভা ভোটে শুধু জামালপুর নয় সারা রাজ্যেই তৃণমূলকে জেতাতে মহিলারা এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন৷ তাই এবার লোকসভা ভোটেও তাদের আবার দায়িত্ব নিয়ে দলীয় প্রার্থীকে জামালপুর থেকে বিপুল ভাবে বিজয়ী করতে হবে৷ আজ এই বৈঠকে বিভিন্ন অঞ্চল থেকে কয়েকশো মহিলা কর্মী ও নেত্রীরা উপস্থিত ছিলেন৷