• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এক কোটির বেশি মানুষ চলে যেতে পারে দারিদ্রসীমার নিচে ভয় বাড়ছে পাকিস্তানে

দিল্লি, ৪ এপ্রিল— বিশ্ব যখন মন্দার শঙ্কায়, তখন ভারতের অর্থনীতি নিত্য নতুন রেকর্ড গড়ার স্বপ্নে বিভোর৷ ঠিক এর পাশাপাশি অন্য চিত্র প্রতিবেশী দেশ পাকিস্তানে৷ সন্ত্রাসের জননী পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গভীর খাদে৷ তবে এখানেই থামবে না পাকিস্তানের অর্থনীতির পড়ন্ত গতি৷ আগামীতে পাকিস্তানের অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব ব্যাঙ্ক৷ দেশের এক কোটির বেশি

দিল্লি, ৪ এপ্রিল— বিশ্ব যখন মন্দার শঙ্কায়, তখন ভারতের অর্থনীতি নিত্য নতুন রেকর্ড গড়ার স্বপ্নে বিভোর৷ ঠিক এর পাশাপাশি অন্য চিত্র প্রতিবেশী দেশ পাকিস্তানে৷ সন্ত্রাসের জননী পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গভীর খাদে৷ তবে এখানেই থামবে না পাকিস্তানের অর্থনীতির পড়ন্ত গতি৷ আগামীতে পাকিস্তানের অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব ব্যাঙ্ক৷ দেশের এক কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে৷ এই আশঙ্কাও করা হচ্ছে৷ বিশ্বব্যাঙ্কের হিসাব অনুযায়ী, পাকিস্তান অর্থনৈতিক প্রবৃদ্ধি খুবই মন্থর৷ ১.৮ শতাংশ হারে বৃদ্ধি দেখা গিয়েছে সে দেশে৷ কিন্ত্ত, মুদ্রাস্ফীতির আবার লাগামছাড়া৷ তাতেই দেখা দিয়েছে বিপদ৷

চলতি অর্থবছরে পাকিস্তানে মূদ্রাস্ফীতির হার ২৬ শতাংশে পৌঁছেছে৷ তাতেই সিঁদুরে মেঘ দেখছে বিশ্ব ব্যাঙ্ক৷ পূরণ হচ্ছে না বাজেটের লক্ষ্যমাত্রাও৷ টানা তিন বছর বড় লোকসানের মুখে পড়তে পারে ইসলামাবাদ৷ সে ক্ষেত্রে আবার আইএমএফের থেকে অর্থ সাহায্য পাওয়ার ক্ষেত্রে তৈরি হতে পারে নতুন চাপ৷ কারণ আইএমএফের অর্থ পাওয়ার ক্ষেত্রে যে শর্ত মেনে চলা প্রয়োজন তা পাকিস্তান নাও পূরণ করতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ৷ ৯.৮ কোটি পাকিস্তানি ইতিমধ্যেই দারিদ্র্যসীমার নীচে রয়েছেন৷ দারিদ্র্যের হার প্রায় ৪০ শতাংশে৷ তাতেই বাড়ছে উদ্বেগ৷ বর্তমানে যে খাতে দেশ বইছে তাতে এই হার শীঘ্রই আরও বেশ খানিকটা বেডে় যেতে পারে বলে মনে করা হচ্ছে৷

চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দিনমজুরদের মজুরি বেডে়ছে মাত্র পাঁচ শতাংশ৷ কিন্ত্ত, মুদ্রস্ফীতি ৩০ শতাংশের ওপরে৷ ফলে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কালঘাম ছুটছে মানুষের৷ আয়-ব্যায়ের ভারসাম্য রাখতে না পেরে অচিরেই দারিদ্র সীমার নিচে তলিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ৷