• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোটের প্রচারে পূর্বস্থলীতে নির্মাণ কর্মীদের পাড়ায় জনসংযোগ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২ এপ্রিল– সোমবার লোকসভা ভোটের প্রচারে বের হয়ে পূর্বস্থলীতে নির্মাণ কর্মীদের বস্তিতে পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ৷ জনসংযোগে কর্মীদের সঙ্গে ভ্যান গাডি়তে বসে তাদের পরিবারের সকলের খোঁজখবর নিলেন৷ বিনামূল্যে রেশন, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা একে একে সকলের কাছে জেনে নেন৷ এছাড়াও ঘরে ঘরে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২ এপ্রিল– সোমবার লোকসভা ভোটের প্রচারে বের হয়ে পূর্বস্থলীতে নির্মাণ কর্মীদের বস্তিতে পৌঁছে গেলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ৷ জনসংযোগে কর্মীদের সঙ্গে ভ্যান গাডি়তে বসে তাদের পরিবারের সকলের খোঁজখবর নিলেন৷ বিনামূল্যে রেশন, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা একে একে সকলের কাছে জেনে নেন৷ এছাড়াও ঘরে ঘরে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় আছেন কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী৷ যাঁরা এই সব প্রকল্পের সবকটিতে উপভোক্তা হিসেবে আসেননি, তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন৷ মন্ত্রী এদিন বর্ধমান পূর্ব লোকসভা আসনের দলীয় প্রার্থী ডা. শর্মিলা সরকারের সমর্থনে প্রচারে বের হয়েছিলেন৷

সাতসকালে এই অভিনব প্রচার ঘিরে ব্যাপক উৎসাহ ছিল পূর্বস্থলীর মধ্য শ্রীরামপুর এলাকায়৷ অতি সাধারণ ভাবে মন্ত্রীকে কাছে পেয়ে শ্রমিক শ্রেণীর লোকেরা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন৷ মন্ত্রীও সাইকেল ভ্যানে বসে যাবতীয় কথা শোনেন৷ সকলেই সামাজিক সুরক্ষা প্রকল্পের এসেছেন কিনা সে নিয়েও বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী৷ রতন দেবনাথ, জগন্নাথ দাস, কানাই দেবনাথ, সুরজিৎ দেবনাথ, প্রশান্ত দাস সহ অন্যান্যদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের বিস্তারিত বিবরণ দিয়ে ভোট প্রচার সারলেন৷ প্রার্থী ডাক্তার শর্মিলা সরকারকে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার আবেদন জানালেন৷