• facebook
  • twitter
Monday, 25 November, 2024

সেলিমের জয় সময়ের অপেক্ষা : অধীর

নজস্ব প্রতিনিধি— মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ৭ মে ভোটগ্রহণ৷ তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে এখানে৷ ভোটের ৩৫ দিন আগে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম জয়ী হচ্ছেন বলে জানিয়ে দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি৷ মহম্মদ সেলিমকে এখানে সমর্থন করছে কংগ্রেস৷ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, ‘মহম্মদ সেলিমের জয়ী হওয়া সময়ের

নজস্ব প্রতিনিধি— মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ৭ মে ভোটগ্রহণ৷ তৃতীয় দফায় ভোটগ্রহণ হবে এখানে৷ ভোটের ৩৫ দিন আগে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম জয়ী হচ্ছেন বলে জানিয়ে দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি৷ মহম্মদ সেলিমকে এখানে সমর্থন করছে কংগ্রেস৷ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, ‘মহম্মদ সেলিমের জয়ী হওয়া সময়ের অপেক্ষা৷ তিনি জিতে বসে আছেন৷’

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকটি ভোটে বাম ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হলেও বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, বাম ভোট কংগ্রেসের ঝুলিতে গেলেও কংগ্রেসের ভোট খুব একটা বামেদের দিকে যায় না৷ বর্তমানে সেই অবস্থার বদল হবে বলেও আশাবাদী অধীর চৌধুরি৷

এদিকে কংগ্রেস কর্মী-সমর্থকদের দাবি, অধীর চৌধুরির হয়ে বহরমপুরেও প্রচার করুন সেলিম৷ অধীর যেন সেলিমের মনোনয়নের দিন মিছিলে থাকেন আর সেলিম যেন থাকেন বহরমপুরে৷ তাহলে নীচুতলার কর্মীদের মধ্যে বার্তা যাবে৷ যার ফায়দা তুলতে পারবেন বাম-কংগ্রেস প্রার্থীরা৷ যদিও অধীরের এই মন্তব্যকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ বলেন, ‘অধীর চৌধুরি জানেন সেলিম হেরে বসে আছেন৷ সে কারণে নেতা-কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছেন এসব কথা বলে৷’