• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকুন, সেনার পর এবার বার্তা বিএসএফের

ভারতীয় সেনা বাহিনীর পর এবার সােশ্যাল মিডিয়া আরও সাবধান থাকতে বাহিনীকে সতর্ক করলাে সীমা সুরক্ষা বাহিনী বা বিএসএফ।

প্রতীকী ছবি (Photo: IANS)

ভারতীয় সেনা বাহিনীর পর এবার সােশ্যাল মিডিয়া আরও সাবধান থাকতে বাহিনীকে সতর্ক করলাে সীমা সুরক্ষা বাহিনী বা বিএসএফ।

কোনাে অচেনা হােয়াটসঅ্যাপ গ্রুপে যােগ না দিতে বিএসএফ কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে পাঞ্জাবে পােস্টেড রয়েছেন, এমন জওয়ানদের।

এর আগে ভারতীয় সেনাবাহিনীও সােশ্যাল মিডিয়া, বিশেষ করে হােয়্যাটস অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে আরও সতর্ক হতে নির্দেশ দিয়েছিল জওয়ানদের। এবার সেই একই পথে হাঁটলাে বিএসএফ-ও।

বিএসএফ’র কাছে খবর, কোনও একটি পাকিস্তানের নম্বর থেকে কেবিসি অনলাইন নামে একটি হােয়্যাটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। বিএসএফ জওয়ানদের কাছে এই গ্রুপ থেকে লিঙ্ক পাঠনাে হচ্ছে।

লিঙ্কে ক্লিক করলেই সেই মােবাইলের সমস্ত তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। গত ৮ জুলাই বিএসএফ কর্মীদের তাদের হােয়াটসঅ্যাপ সেটিংও বদলে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।