• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

জলপাইগুড়িতে চারটি জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা পাখির চোখ উত্তরবঙ্গ

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ মার্চ– মাথায় চোট নিয়ে বিশ্রামে ছিলেন৷ সুস্থ হয়ে রবিবার থেকেই ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে তিনি প্রচার শুরু করবেন বলে দলের তরফে জানানো হয়েছে৷ কৃষ্ণনগেরর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নির্বাচনী জনসভা করার পর তিনি রওনা দেবেন উত্তরবঙ্গে৷ দক্ষিণবঙ্গের চেয়ে বিজেপির সংগঠন

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ মার্চ– মাথায় চোট নিয়ে বিশ্রামে ছিলেন৷ সুস্থ হয়ে রবিবার থেকেই ভোটের প্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষ্ণনগরের ধুবুলিয়া থেকে তিনি প্রচার শুরু করবেন বলে দলের তরফে জানানো হয়েছে৷ কৃষ্ণনগেরর তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে নির্বাচনী জনসভা করার পর তিনি রওনা দেবেন উত্তরবঙ্গে৷ দক্ষিণবঙ্গের চেয়ে বিজেপির সংগঠন ভাল উত্তরবঙ্গে৷ বিগত নির্বাচনগুলিতে তার প্রমাণ মিলেছে৷ ফলে উত্তরবঙ্গে প্রচারে বিশেষ জোর দেবে তৃণমূল৷ আর প্রচারের মুখ হচ্ছেন খোদ তৃণমূল সুপ্রিমো৷ একগুচ্ছ নির্বাচনী প্রচার কর্মসূচি নিয়ে তিনি ময়দানে নামতে চলেছেন৷

শনিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল অফিসে সাংগঠনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কথা জানান তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ৷ মহুয়ার সমর্থনে জনসভা করবেন কৃষ্ণনগরের ধুবুলিয়ায়৷ তারপর ১ এপ্রিল বহরমপুরে ইউসুফ পাঠানের সমর্থনে জনসভা করার কথা তাঁর৷ এরপরই উত্তরবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার সভায় নামবেন তৃণমূল সুপ্রিমো৷

উত্তরবঙ্গ একসময় ছিল বাম দুর্গ৷ মালদা বাদ দিলে চারিদিকে ছিল লাল ঝাণ্ডার রাজত্ব৷ পরিবর্তিত পরিস্থিতিতে লাল ফিকে হয়ে গেরুয়া রং ধরেছে৷ এখন দার্জিলিং থেকে দিনাজপুর, আলিপুরদুয়ার থেকে কোচবিহার বিজেপির শক্ত ঘাঁটি৷ অন্তত লোকসভা, বিধানসভা নির্বাচনে বিজেপি দাপট ছিল৷ সংগঠনের অভাব থাকলেও প্রবল মোদী হাওয়া রয়েছে আনাচে-কানাচে৷ তাই উত্তরের জনসভাগুলি থেকে ঠিক কী বার্তা দেন মুখ্যমন্ত্রী আপাতত সেই দিকেই তাকিয়ে তৃণমূলের নেতা-নেত্রীরা৷

৪ এপ্রিল মালবাজার থেকে উত্তরবঙ্গের কর্মসূচি শুরু করবেন তিনি৷ এরপর ৫ এপ্রিল জলপাইগুডি় টাউনে, ১৩ এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ি ও ১৬ এপ্রিল ধূপগুড়িতে প্রচার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

উল্লেখ্য, সম্প্রতি বাডি়তে পডে় গিয়ে কপালে ও নাকে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষার পর বাডি় ফিরেছিলেন তিনি৷ তারপর কিছুদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে বাডি়তেই ছিলেন মুখ্যমন্ত্রী৷ এই পরিস্থিতিতে নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী কবে থেকে নামবেন, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা৷ অবশেষে আজ রবিবার থেকে নির্বাচনী প্রচার সভায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷